স্বজনদের নিয়ে নেপাল গেল বিশেষ ফ্লাইট

0
0

নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্বজনদের নিয়ে দেশটির রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছেড়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান। আজ সকাল ৯টা ২ মিনিটে ৪৬ জন স্বজন ও ইউএস-বাংলার সাতজন কর্মকর্তা নিয়ে এয়ারলাইন্সের বিএস-২১১ ঢাকা ত্যাগ করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জিএম) কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরেই তাঁরা ঘোষণা দিয়েছিলেন যে প্রতিটি পরিবার থেকে একজন করে স্বজনকে নেপালে নিয়ে যাওয়া হবে। সে অনুযায়ী আজ সকাল ৯টা ২ মিনিটে ৪৬ স্বজনসহ এয়ারলাইন্সের সাত কর্মকর্তা একটি ফ্লাইটে করে নেপালের উদ্দেশে রওনা দেন। ইউএস-বাংলার কর্মকর্তারা সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ করবেন এবং মরদেহগুলো কীভাবে দেশে আনা যায়, সে ব্যবস্থা করবেন বলে জানান কামরুল ইসলাম।সেইসঙ্গে যেসব যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাঁদের চিকিৎসা ব্যবস্থাও তদারক করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।