মিরপুরে বস্তিবাসীদের পুনর্বাসনে বিশ হাজার ফ্ল্যাট

0
0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইনিভাবেই জামিন পেয়েছেন। এতে সরকারের কোন ভূমিকা বা সমঝোতার ইঙ্গিত নেই। মঙ্গলবার রাজধানীর মিরপুরে পুড়ে যাওয়া বস্তি পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মিরপুরে আগুনের লেলিহান শিখায় কয়েক হাজার বাড়ি পুড়ে গেছে। তারা অসহায় হয়ে গেছেন তারা খোলা আকাশের নিচে রয়েছেন এটা আসলে অনেক করুণ দৃশ্যপট। এই ঘটনায় আমাদের এমপি ইলিয়াস মোল্লা ব্যবস্থা নিয়েছেন।’ তিনি আরো বলেন, ‘সরকারের পক্ষ থেকে ১০০ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ১০ লাখ টাকাও বরাদ্দ করা হয়েছে। তাদের পুনর্বাসনে প্রধানমন্ত্রী বিরাট এলাকা জুড়ে ফ্ল্যাট করার পরিকল্পনা নিয়েছেন। এখানে ২০,০০০ ফ্ল্যাট নির্মাণ হবে। বাউনিয়ায় এই ফ্ল্যাট তৈরির কার্যক্রম শুরু হয়ে গেছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আদালতের বিষয়ে বিএনপির ব্যাপারে তারা খুশি না হতাশ, এটা তাদের ব্যাপার। আদালত যে সিদ্ধান্ত নিয়েছে, সে ব্যাপারেও সরকারের কোনো হস্তক্ষেপ বা প্রভাব নেই। এছাড়া আরো ৪ মাসের জামিন দিয়েছে সে ব্যাপারেও সরকারের কোনো হস্তক্ষেপ নেই।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপিরা বেগম জিয়ার দণ্ড হলে সরকারের দোষ দেয়, আবার জামিন পেলে খুশি হয় কিছুই তো বুঝি না। আর সরকার তো বেগম জিয়াকে দণ্ড দেয়নি, তাহলে আদালতের দণ্ড কি সরকার ক্ষমা করতে পারবে? উচ্চ আদালত কি বেগম জিয়াকে মুক্তি দেয় তাহলে সরকারের কি করার আছে।’