মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে রেক্স টিলারসনকে সরিয়ে দেয়ার পরিকল্পনা ছিল আগে থেকেই। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প রেক্স টিলারসনকে বরখাস্ত করলেন। তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন সিআইএর পরিচালক মাইক পম্পিও। ট্রাম্প তার টুইটার বার্তায় এই পদ পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, নতুন পররাষ্ট্রমন্ত্রী অবশ্যই ভালো করবেন।
টিলারসন এক্সঅনমোবিলের চিফ এক্সিকিউটিভ ছিলেন। তাকে মাত্র এক বছর আগে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। পররাষ্ট্রনীতি নিয়ে দু’জনে প্রকাশ্যেই দুই মেরুতে অবস্থান নিয়েছিলেন। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন এফ কেলি টিলারসনকে সরিয়ে দেয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছিলেন সে অনুযায়ীই। তবে টিলারসনের কাজে ট্রাম্প যে অখুশি তা গোপন থাকেনি। মার্কিন প্রশাসন প্রাথমিকভাবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালিকে পররাষ্ট্রমন্ত্রী পদে বিবেচনা করেছিল। তবে ট্রাম্পের পছন্দ মাইক পম্পিও। আগে থেকেই প্রতিদিন ট্রাম্পকে ব্রিফিং করে তার মন জয় করেছিলেন পম্পিও।