মানবতাবিরোধী অপরাধে আমির আলীসহ তিনজনকে ফাঁসির আদেশ

0
0

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ দায়ে জামায়াত নেতা নোয়াখালীর আমির আলীসহ তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অপর আসামি আবদুল কুদ্দুসের ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় দেন। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আসামিরা নোয়াখালীর সুধারামে ১১১জনকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। এছাড়া লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। মামলার অন্য তিন আসামি হলেন মো. জয়নাল আবদিন, মো. আব্দুল কুদ্দুস এবং আবুল কালাম ওরফে এ কে এম মনসুর। এদের মধ্যে আসামি আবুল কালাম পলাতক রয়েছেন। এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তবে, রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন আসামিপক্ষ।