কালিয়াকৈরে দিগম্বর করে গাছের সঙ্গে বেঁধে যুবক হত্যা

0
0

গাজীপুরে কালিয়াকৈরের এক বনে গাছের সঙ্গে বেঁধে ও উলঙ্গ করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ সোমবার নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আনুমানিক ৩৮ বছর বয়সের নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভূলুয়া পশ্চিমপাড়া এলাাকায় ঢাকা-রাজশাহী রেলরুটের পাশে বন বিভাগের সামাজিক বনের ভিতরে একটি গাছের সঙ্গে গলায় গামছা ও কোমরে রশি দিয়ে বাঁধা এক যুবকের উলঙ্গ ও অর্ধবসাবস্থায় ঝুলন্ত লাশ সোমবার সকালে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দুপুরে নিহতের লাশ উদ্ধার করে। লাশের পাশ থেকে লুঙ্গি, সাদা-কালো রংয়ের চেক সার্ট ও নীল রংয়ের সেন্ডেল এবং সিগারেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, রবিবার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃৃত্তরা ওই যুবককে গাছের সঙ্গে বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়েছে। দুর্বৃত্তদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তির কারণে যুবকটির লুঙ্গি খুলে যেতে পারে। তবে নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।