রাজধানীর মিরপুর ১২ নম্বরের পল্লবী থানা এলাকার ইলিয়াছ মোল্লা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে প্রায় দুই হাজার ঘর পুড়ে গেছে বলে বস্তিবাসীর দাবি। ১২ মার্চ, সোমবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। অগ্নিকাণ্ডে এক নারী আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৭টা ২২ মিনিটে অাগুন নিয়ন্ত্রণে আসে। অাগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছুই জানাতে পারেননি।
স্থানীয়দের দাবি, বস্তির প্রায় দুই হাজার ঘর আগুনে পুড়েছে। এই বস্তিটি ৭০ বিঘা জমির ওপরে অবস্থিত । বস্তিতে অানুমানিক সাত হাজার ঘর রয়েছে। মামুুনুুর রশীদ নামে বস্তির এক বাসিন্দা জানান, ভোরে হঠৎ করে বস্তির উত্তর দিকের কয়েকটি ঘরে অাগুন দেখা যায়। এরপর অাস্তে অাস্তে তা সব দিকে ছড়িয়ে পড়ে। এখানে প্রায় ২০/২৫ হাজার মানুষ বসবাস করেন বলে জানান তিনি। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক দেড় থেকে দুই হাজার ঘর পুড়ে গেছে। তবে আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে জামিলা (৬৫) নামের এক নারী আহত হয়েছেন। তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।