লাঞ্ছনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

0
0

গত ৭ মার্চ প্রকাশ্য রাস্তায় নারীর শ্লীলতাহানির ঘটনার সুষ্ঠু বিচার হওয়ার দাবি জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘অগ্রযাত্রায় অদম্য নারী’ শীর্ষক এক সেমিনার ও সম্মাননা অনুষ্ঠানে তিনি একথা জানান।চুমকি বলেন, সেদিন রাস্তায় এতো এতো মানুষ ছিল, কেউ কেন এগিয়ে এলো না? অনাকাক্সিক্ষত এই ঘটনা প্রতিরোধে অন্যদের এগিয়ে আসা উচিৎ ছিল। এ ঘটনায় অপরাধীরা যেন কোনোভাবেই পার না পায়।অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ৬ নারীকে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন- মুক্তিযোদ্ধা ফুরকান বেগম, ভাষাসংগ্রামী চেমন আরা, অর্থনীতিতে লুনা সামসুদ্দোহা, চিকিৎসায় প্রফেসার ডা. সাইবা আক্তার, ক্রীড়ায় জহোরা রহমান লিনু ও সাহসিকতায় সাহেদা সুলতানা।

প্রতিমন্ত্রী বলেন, শুধু সরকার সচেতন থাকলে চলবে না। সকল মানুষকেই সচেতন হতে হবে। নারীকে মানুষ হিসেবে ভাবতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলকে আরো সচেতন হতে হবে। তিনি বলেন, নারীরা সকল ক্ষেত্রেই অবদান রেখে চলছে। ধাপে ধাপে এগিয়ে চলছে। আমাদের প্রতিভা আছে, মেধা আছে, আমরা এগিয়ে যাবোই। এখন শুধু দেখি নারীদের অর্জন। সকল স্তরেই নারীদের দেখতে পাচ্ছি। যেহেতু সরকার দিচ্ছে, আমরা তাই আরো আশা করছি।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, উইমেন চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমেদ, লেখক ও সিনিয়ন সাংবাদিক দিল মনোয়ারা মনু, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল ও কবি কাজী রোজী।