সমাবেশের কারণে রাজধানীতে অসহনীয় যানজট

0
0

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চের জনসভাকে কেন্দ্র করে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশমুখ পল্টন, শাহবাগ, মৎস্যভবন, সাইন্সল্যাবসহ বেশ কয়েকটি রাস্তা বন্ধ থাকায় এ রুটে চলাচলকারী যানবাহন বিকল্প রুট ব্যবহার করা হয়। এতে ওইসব রুটে বাড়তি পরিবহনের চাপ পড়ায় অসহনীয় যানজটের সৃষ্টি হয়।দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকার পরও নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারছেন না যাত্রীরা। একদিকে নির্দিষ্ট গন্তব্যের বাসের সংখ্যা কম অপরদিকে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছেন পরিবহন শ্রমিকরা।বাড়তি ভাড়া আদায়ের জন্য লোকাল বাসও সিটিংয়ে চলছে বলেও বাংলানিউজের কাছে অভিযোগ করেছেনি অনেক যাত্রী বুধবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর পল্টন এলাকায় গিয়ে এসব চিত্র দেখা যায়।

ধানমন্ডিতে ফিরতে পল্টন মোড়ে ২ ঘণ্টা ধরে বাসের অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ী ফারহান। কোনো বাসে উঠতে না পেরে হতাশ তিনি। সাভারের জিরানীবাজার থেকে আসা রেখা আক্তার সকাল ৭টায় রওনা হয়ে দুপুর ৩টায় গুলিস্তানে পৌঁছেছেন বলে জানান। এরপর অফিসে গিয়ে তার কাজ না করতে পেরে হতাশ হয়ে বাসায় ফিরতে অপেক্ষারত ছিলেন পল্টন মোড়ে। বিকেলে ৫টা অবধি দাঁড়িয়ে থেকেও তিনি কোনো বাস পাননি। ক্ষোভ প্রকাশ করে রেখা আক্তার জানান, কীভাবে বাসায় ফিরবো জানা নেই। একই কাজে তাকে আবার আগামীকাল গুলিস্তানের বাস ধরতে হবে বলেও দীর্ঘশ্বাস ছাড়ের তিনি । এদিকে, ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের জনসভাকে কেন্দ্র করে রাজধানীতে অসহনীয় যানজটের সৃষ্টি হওয়ায় নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই জনসভাকে কেন্দ্র করে নগরবাসী অবর্ণনীয় দুর্ভোগে পড়েন। সোহরাওয়ার্দী উদ্যানের চারদিকের রাস্তা বন্ধ করে দেয়া হয়।দুপুরে সমাবেশ শু রুর ঘোষণা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ৭ মার্চের মতো বিশেষ দিনগুলোর কর্মসূচি নির্দিষ্ট দিনেই পালন করতে হবে।রাজধানীবাসীর প্রতি দুঃখ প্রকাশ করে তিনি বলেন, প্রিজ, সহনশীল দৃষ্টিতে দিবসটি পালনে সহায়তা করবেন।শাহবাগ থেকে মৎস্যভবন, শাহবাগ-দেয়েল চত্বর, বাংলামোটর মোড় থেকে কাকরাইল মসজিদ হয়ে মৎস্যভবন মোড় পর্যন্ত রাস্তা সাধারণ যান চলাচলের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। এতে সায়েন্স ল্যাবরেটরি থেকে মতিঝিলগামী যানবাহনগুলোকে অন্য পথে যেতে হচ্ছে।এছাড়া কাওরান বাজার মোড়, বাংলামোটর মোড় মতিঝিল ও সচিবালয়গামী গাড়িগুলোকে ঘুরিয়ে দিয়ে মগবাজার সড়ক দিকে ঘুরিয়ে দেয়া হয়।অন্যদিকে মতিঝিল ও কাকরাইল থেকে যে গাড়িগুলো ধানম-ি, মোহাম্মদপুর, বনানী এবং মিরপুরগামী গাড়িগুলোকেও বিকল্প সড়কের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।এতে করেও ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে ঢাকা ও আশপাশের জেলাগুলো থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে যারা আসছেন, তাদের অনেকেই মিছিল নিয়ে হেঁটে আসছেন, অনেকেই আসছেন বাস-ট্রাক-মিনি ট্রাকে। আর রাজধানীর আশপাশের জেলা থেকে দলে দলে নেতাকর্মীসহ সাধারণ মানুষ আসছেন বাস-ট্রাকে করেই। জনসভার জন¯্রােতকে কেন্দ্র করে নগরীরর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট, আবার কোনও কোনও এলাকায় রাস্তা ফাঁকা হয়ে পড়েছে।বুধবার (৭ মার্চ) বিকাল ৩টা থেকে ৭ মার্চ উপলক্ষে আয়োজিত জনসভা শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের পথে দেখা গেছে মানুষের ¯্রােত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। দুপুর ১টার পর থেকে বাড়তে থাকে মিছিলের সংখ্যা।
এদিকে সভাকে কেন্দ্র করে আশপাশের বিভিন্ন এলাকায় তীব্র যানজট দেখা গেলেও অনেক এলাকা ফাঁকা দেখা গেছে। নেতাকর্মীরা বলছেন, সমাবেশ শুরুর সময় ঘনিয়ে এলে সড়কে যানজট আরও বাড়বে। দুপুর দুইটার পর মিছিলসহ বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীদের আগমন ঘটবে।

বুধবার কর্মদিবস থাকলেও রাজধানীতে অন্যদিনের মতো গণপরিবহন কম রয়েছে। যেসব গাড়ি আসছে তার অধিকাংশই জনসভামুখী। গাড়ির সংখ্যা কম থাকায় অফিসগামী মানুষ পড়ছেন বিপাকে।সকালে পল্টন, বঙ্গবাজার, শাহবাগ, দোয়েল চত্বর, নাজিরাবাজার, নিউমার্কেট, সায়েন্স ল্যাব, মৎস্যভবন এলাকা ঘুরে দেখা যায়, অফিসগামী মানুষদের কেউ কেউ গাড়ির জন্য অপেক্ষা করছেন। আবার জনসভার উদ্দেশে আসা নেতাকর্মীদের বহনকারী গাড়িগুলো সারিবদ্ধভাবে সড়কে রয়েছে।এদিকে সোনারগাঁও মোড় থেকে প্রধান বিচারপতির বাসা হয়ে মৎস্যভবন, হাইকোর্ট, কদম ফোয়ারা হয়ে পল্টন পর্যন্ত সড়কে তীব্র যানজট দেখা গেছে।নিউমার্কেট এলাকার রিকশাচালক বশির মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ গাড়িঘোড়া কম। এ কারণে যানজট তেমন একটা নেই। যেই গাড়িগুলো আছে তার অধিকাংশই আওয়ামী লীগের সমাবেশগামী।উত্তরা থেকে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে আসা যুবলীগকর্মী রিয়াজ উদ্দিন বলেন, ভেবেছিলাম যানজট হবে। এখন দেখি মোটামুটি কম সময়ে গাড়ি চলে এসেছে। দেখে মনে হচ্ছে মালিকরা রাস্তায় কম গাড়ি নামিয়েছেন। সে কারণে দুর্ভোগ কম।এদিকে সায়েন্স ল্যাব থেকে শাহবাগ যাওয়ার রাস্তায় যানবাহনের ভিড় দেখা গেলেও অন্যপাশে ফাঁকা দেখা গেছে।