শ্রীপুরে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে আন্তঃজেলা ডাকাত নিহত, এসআইসহ ৩পুলিশ আহত

0
0

গাজীপুরের শ্রীপুরে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য মঙ্গলবার ভোর রাতে নিহত হয়েছে। এসময় এসআইসহ পুলিশের তিন সদস্যও আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি পাইপ গান, ২টি চাইনিজ কুড়াল ও ৩টি দা উদ্ধার করেছে। নিহতের নাম আবদুর রউফ হাওলাদার (৪২)। সে শরিয়তপুর জেলার গোসাইর হাট থানার শিবপুর গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে।

শ্রীপুর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, শ্রীপুর মডেল থানার পুলিশের একটি টিম মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর-কাপাসিয়া সড়কে টহল দিচ্ছিল। এসময় ওই সড়কের পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার পটকা ভুইয়ার এলাকায় জড়ো হয়ে ১০/১২ জনের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশদলকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও পুলিশের পিকআপভ্যানে হামলা চালায়। আতœরক্ষার্থে পুলিশও পাল্টাগুলি ছোড়ে। ডাকাত ও পুলিশের মধ্যে গুলি বিনিময়ের সময় সহযোগীদের গুলিতে ডাকাত দলের সদস্য আব্দুর রউফ গুলিবিদ্ধ হয়। দু’পক্ষের গুলি বিনিময়ের একপর্যায়ে গুলিবিদ্ধ রউফকে ঘটনাস্থলে ফেলে ডাকাতদল পিছুহটে পালিয়ে যায়। পরে আহত ডাকাত রউফকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি পাইপ গান, ২টি চাইনিজ কুড়াল ও ৩টি দা উদ্ধার করেছে। এঘটনায় শ্রীপুর মডেল থানার এসআই শহিদুল হক মোল্লা, কনেস্টেবল মুস্তাফিজুর রহমান ও আনসার সদস্য সুভাষ চন্দ্র আহত হয়। নিহত ডাকাত আব্দুর রউফ শ্রীপুর মডেল থ্নাার তালিকাভূক্ত ডাকাত। তার বিরুদ্ধে শ্রীপুর মডেল থানাসহ শরিয়তপুর, ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ, গোসাইর হাট, নড়িয়া থানায় নয়টি ডাকাতি সহ ১৬টি মামলা রয়েছে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।