গাজীপুরে কাদের কম্পোজিট কারখানায় আগুন

0
0

গাজীপুরের কোনাবাড়ীতে কাদের সিনথেটিক ফাইবার্স লিমিটেডের কাদের কম্পোজিট কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কর্মীরা প্রায় ৬ঘন্টা চেষ্টার পর সোমবার আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে সন্ধ্যা পর্যন্ত ডাম্পিংয়ের কাজ করছিল ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকান্ডের এ ঘটনা তদন্তের জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৩সদস্যের একটি তদন্ত টিম গঠণ করা হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান ও স্থানীয়রা জানান, গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্প নগরীতে কাদের সিনথেটিক ফাইবার্স লিমিটেডের কাদের কম্পোজিট কারখানার স্টিল স্ট্রাকচারের দ্বিতল ভবনের সুতা ও তুলা ইউনিটে রবিবার রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। কারখানায় সিনথেটিক সুতা থাকায় আগুন মুহুর্তেই পুরো স্পিনিং সেডে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে গাজীপুর, ডিবিএল, কালিয়াকৈর, ইপিজেডসহ ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিভানোর কাজে অংশ নেয়। তবে কারখানার অভ্যন্তরে পানি সংকটের কারণে আগুন নিভানোর কাজ কিছুটা ব্যাহত হয়। আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ার এক পর্যায়ে দ্বিতল ওই স্টিল স্ট্রাকচার ভবনের পশ্চিম অংশ ধ্বসে পড়ে। আগুনে কারখানা ভবনসহ বিপুল পরিমাণ সিনথেটিক সুতা, তুলা এবং মেশিনপত্র পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৬ঘন্টা চেষ্টার পর সোমবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে সন্ধ্যা পর্যন্ত ডাম্পিংয়ের কাজ করছিল। তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরো জানান, অগ্নিকান্ডের এ ঘটনা তদন্তের জন্য ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক দেবাশীষ বর্মণকে প্রধান এবং গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামানকে সদস্য সচিব করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। ফায়ার সার্ভিসের একজন সিনিয়র স্টেশন কর্মকর্তাকে এ কমিটির সদস্য করা করা হয়েছে। কমিটিকে আগামী ১৫দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।