রায়ের কপি পেলেন খালেদার আইনজীবীরা: জামিন আবেদন মঙ্গলবার

0
224

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয় আসামির বিরুদ্ধে ঘোষিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় প্রকাশ করেছেন আদালত। রায়ের সত্যায়িত ১১৭৪ পৃষ্ঠার কপি বেগম জিয়ার আইনজীবীদের কাছে প্রদান করেছেন আদালত। সোমবার বিকেলে রায়ের কপি দেয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি জানিয়ে বলেন, সার্টিফায়েড কপি হাতে পেয়েছি। আগামীকাল (মঙ্গলবার) হাইকোর্টে জামিন আবেদন করা হবে। এদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নিম্ন আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সোমবার রাতে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা।সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলীর ধানমন্ডির বাসায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

জাকির হোসেন ভূঁইয়া বলেন, আজ রাতের বৈঠকে সিনিয়র আইনজীবীরা রায়ের বিভিন্ন পয়েন্ট নিয়ে পর্যালোচনা করে আপিলের গ্রাউন্ড তৈরি করবেন। বৈঠকে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, দুদক আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট আবদুর রেজাক খানসহ খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্যরা উপস্থিত থাকবেন।সোমবার বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকার প ম বিশেষ জজ আদালতের পেশকার মো. মোকাররম হোসেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার হাতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের সত্যায়িত কপি বুঝিয়ে দেন।১১ দিন পর সোমবার বিকালে রায়ের কপি পেয়ে এখন আপিলের প্রস্তুতি নিচ্ছেন বিএনপির আইনজীবীরা; হাই কোর্টে আপিল করে জামিন নিয়ে দলীয় চেয়ারপারসন কারাগার থেকে বেরিয়ে আসবেন বলে আশা করছে বিএনপি।গত ৮ ফেব্র“য়ারি বকশীবাজারের বিশেষ এজলাসে বসে দুদকের এই মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদন্ড দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ মো. আখতারুজ্জামান। জনাকীর্ণ এজলাসে তিনি শুধু রায়ের সংক্ষিপ্তসার পড়েছিলেন।

তারপর থেকে রায়ের অনুলিপি না পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছিল।বিএনপির নেতারা অভিযোগ করে আসছিলেন, খালেদা জিয়াকে বেশি দিন বন্দি রাখতেই রায়ের অনুলিপি দেওয়া হচ্ছে না।অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা তা প্রত্যাখ্যান করে বলছিলেন, রায়ের অনুলিপি পেতে বিএনপি উদ্দেশ্যমূলকভাবে বিচারকের কাছে আবেদন জানাতে দেরি করেছে।এই বিতর্ক চলার মধ্যে রোববার আখতারুজ্জামানের দ্বারস্ত হন খালেদা জিয়ার আইনজীবীরা। তিনি সোমবার তা দেওয়ার আশ্বাস দেন। সোমবার বিকালে আখতারুজ্জামানের আদালতের পেশকার মোকাররম হোসেনের কাছ থেকে রায়ের সত্যায়িত অনুলিপি সংগ্রহ করেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া।বিএনপি সমর্থক আইনজীবীরা রায় পাওয়ার পর বলেছেন, তারা এখন দ্রুতই আপিল করবেন।

খালেদার অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ গত ১৪ ফেব্র“য়ারি জানিয়েছিলেন, রায়ের সত্যায়িত অনুলিপি নেওয়ার জন্য ৩ হাজার পৃষ্ঠার স্ট্যাম্প ফোলিও পেপার তারা জমা দিয়েছেন।রায়ের যে অনুলিপি খালেদার আইনজীবীরা পেয়েছেন, তাতে ওই কাগজের ১১ পৃষ্ঠার মতো ব্যবহৃত হয়েছে।এজলাসে রায়ের সময় বলা হয়েছিল, পাঁচ আসামির বিরুদ্ধে রায়টি ৬৩২ পৃষ্ঠার।পরে আইনমন্ত্রীসহ আওয়ামী লীগের অন্য নেতারাও ৬ শতাধিক পৃষ্ঠার রায়ের কথাই বলছিলেন।অন্যদিকে রায় পেতে দেরি দেখে বিএনপি নেতারা অভিযোগ করেছিলেন, রায় নতুন করে লেখা হচ্ছে বলে তারা জানতে পেরেছেন।একাদশ সংসদ নির্বাচনের আগে খালেদা জিয়াকে দন্ড দিয়ে দেওয়া এই রায়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ফৌজদারি এই মামলায় দ-িত বিএনপি চেয়ারপারসনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারা, না পারার বিষয়টিও এতে যুক্ত হয়ে পড়েছে।বিএনপি নেতারা আশা করছেন, আপিলে সাজা স্থগিত হলে তাদের নেত্রী নির্বাচনে অংশ নিতে পারবেন।তবে আইনমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতারা বলছেন, খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, তা এখন আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।নির্বাচন কমিশনও একই কথাই বলেছে।