বিস্ফোরকসহ ৩ জেএমবি সদস্য আটক

0
146

রাজশাহীতে বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে র‌্যাব-৫ এর একটি দল।আটককৃতরা নিষিদ্ধ সংগঠন জাম’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।রোববার ভোরে জেলার তানোর উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিস্ফোরক, জিহাদি বইসহ বোমা তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।আটককৃতরা হলেন- তানোরের তালন্দ ইউনিয়নের বিলশহর গ্রামের জহুর ম-লের ছেলে সাহেবজান আলী (৩৮), জেকের আলীর ছেলে আবুল কালাম আজাদ (২৭) এবং খলিল উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে আলম (২৬)।
র‌্যাব-৫ এর অধিনায়ক মাহবুবুর রহমান জানান, গোয়েন্দা তৎপরতায় তারা জানতে পারেন, তানোরে বিলশহর এলাকায় গোপনে কিছু জঙ্গি তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এদের একটি দল নাশকতার পরিকল্পনায় শনিবার দিবাগত রাতে সাহেবজান আলীর বাড়িতে গোপন বৈঠকে বসে।এ তথ্যের ভিত্তিতেই বাড়িটিতে অভিযান চালানো হয়। এ সময় এই তিন জেএমবি সদস্যকে আটক করা হয়। তাদের বাড়ি থেকে উদ্ধার করা হয় ৫০০ গ্রাম গানপাউডার, দুটি জিহাদি বই, ৪০ গ্রাম সোডা, সমপরিমাণ চুন, পাঁচটি হ্যান্ডনোট, সাতটি জিহাদি লিফলেট ও বোমা তৈরির নানা সরঞ্জাম। এর মধ্যে রয়েছে ব্যাটারি, জর্দার কৌটা, ইলেকট্রিক তার, কাটার প্লাস, তাতাল, স্কচটেপ, সুপার গ্লু, আইসি ও মার্বেল।র‌্যাব অধিনায়ক জানান, আটক জেএমবি সদস্যদের র‌্যাব ৫-এর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কবে, কোথায় নাশকতার পরিকল্পনা করেছিল তা জানার চেষ্টা চলছে।জিজ্ঞাসাবাদ শেষে তাদের তানোর থানায় সোপর্দ করা হবে। সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলাও করা হবে তাদের বিরুদ্ধে বলে জানান র‌্যাব অধিনায়ক।