খালেদাকে কারাগারে রেখে নির্বাচনে যাবে না বিএনপি

0
142

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে কোনো নির্বাচনে যাবে না বলে জানিয়েছে বিএনপি।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে রোববার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সংবাদ সম্মেলনে বিভিন্ন স্থানে বিএনপির স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানানো হয়।
খালেদা জিয়ার সাজা এবং নির্বাচনকালীন সরকার নিয়ে সমঝোতানা না হওয়ার মধ্যেই ওবায়দুল কাদের শনিবার বলেছিলেন, বিএনপি নির্বাচনে ‘আসবেই’।রিজভী বলেন, আমি বিএনপির পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলে দিতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির অবিচ্ছেদ্য অংশ। তিনি দলের নেতা-কর্মীদের একমাত্র প্রেরণা। ‘উইদাউট খালেদা জিয়া, নো ইলেকশন’- এটাই এখন জনগণের উচ্চারণ। বেগম জিয়াকে ব্যতিরেকে কোনো নির্বাচন হবে না। মামলা দিয়ে সাজা দিয়ে হাত-পা বেঁধে চক্রান্তের নির্বাচন করার ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় দ-িত খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, তা আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।রিজভী বলেন, বেগম খালেদা জিয়া জেলে থাকলেও বিএনপি নির্বাচনে যাবে- এই তথ্য আপনি (ওবায়দুল কাদের) কোথায় থেকে পেলেন? আপনি কখনও কখনও এমনভাবে কথা বলেন, মনে হয় যেন একদিকে আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আবার মনে হয়, অন্যদিকে বিএনপিরও নীতিনির্ধারক।আমরা বললাম না, উনি বলে দিচ্ছেন! মাঝে মাঝে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমন উদ্ভট, অবাস্তব, বানোয়াট কথা বলেন, তিনি যে মানুষের কাছে হাসির পাত্র হচ্ছেন সেদিকে খেয়াল করছেন না। বেহাল সড়ক-মহাসড়কের মতোই তার বক্তব্য বেসামাল।খালেদা জিয়ার রায়ের কপি নিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের দেওয়া বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, কামরুল সাহেব বলেছেন রায়ে পেতে দেরির দায় বিএনপির। উনি তো বলবেনই। কারণ পচা গম আমদানি ও চালের বাজার নিয়ন্ত্রণ করতে না পেরে আওয়ামী নেতা-কর্মীদের অবৈধভাবে চাল আমদানির সুযোগ দিয়ে চালের মূল্য বাড়িয়ে খাদ্যমন্ত্রী বেসামাল হয়ে গেছেন। এখন তিনি আওয়ামী সরকারের বেসুরো ভাঙা ঢোলের মতো কথা বলে যাচ্ছেন।
রিজভী বলেন, গতকাল ব্রাহ্মণবাড়িয়াতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী তো একজন দায়িত্বশীল মন্ত্রী। উনার কথার তো প্রতিফলন থাকতে হবে? উনারা কি ভাবছেন দেশের মানুষ গ-মূর্খ? বলার কথা বলব, আর কাজের কাজ করবে।এদিকে,জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদ-প্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের অনুলিপি (কপি) সোমবার (১৯ ফেব্রুয়ারি) পাওয়া যাবে বলে আদালত সূত্রে জানা গেছে। রোববার খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউলল্লহ মিয়া রায়ের কপির বিষয়ে আদালতে শুনানি করেন।আদালত সূত্র জানায়, ঢাকার ৫ম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান সোমবার রায়ের কপি দেওয়ার আশ্বাস দেন খালেদার আইনজীবীকে। সানাউল্লাহ মিয়া রোববার বিকেলেই রায়ের কপি দেওয়ার জন্য অনুরোধ করলেও তার জবাব দেননি বিচারক। আদালত থেকে বের হয়ে সানাউল্লাহ মিয়া বলেন, রায়ের কপি চেয়ে আমরা আদালতে শুনানি করেছি। রোববার বিকেলেই রায়ের কপি দেওয়ার আশ্বাস দিয়েছেন বিচারক। সানাউল্লাহ মিয়ার সঙ্গে থাকা অন্য আইনজীবীরাও একই কথা বলেন।তবে সংশ্লিষ্ট আদালতের পেশকার মোকাররম বাংলানিউজকে বলেন, শুনানিতে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া রোববার বিকেলেই রায়ের কপি দেওয়ার জন্য বিচারককে অনুরোধ করেন। কিন্তু বিচারক তাদের সোমবার রায়ের কপি দেওয়ার আশ্বাস দেন।
রায়ের কপি পেতে গত ১২ ফেব্র“য়ারি আদালতে ৩ হাজার ফলিও (সরকারি যে কাগজে নকল দেওয়া হয়) জমা দেন খালেদার আইনজীবীরা। এই রায়ের কপি পেলে খালেদার পক্ষে হাইকোর্টে আপিল করে জামিনের আবেদন জানাবেন তার আইনজীবীরা। এতে বিএনপি প্রধানের কারামুক্তি মিলবে বলে আশাবাদী দলটির নেতৃত্ব। বিদেশ থেকে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় গত ৮ ফেব্র“য়ারি খালেদা জিয়াকে ৫ বছর এবং তার ছেলে তারেক রহমানসহ অন্য পাঁচ আসামিকে ১০ বছরের কারাদ- দেন আদালত। ঢাকার ৫ম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার পর থেকেই সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে