বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ডিভিশন দেয়া হয়নি, সাধারণ কয়েদি হিসেবে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।শনিবার বিকালে নাজিমউদ্দিন রোডের সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ডিভিশন দেয়া হয়নি। তাকে একজন সাধারণ কয়েদি হিসেবে রাখা হয়েছে। এটি অন্যায়, আমরা এ বিষয়ে আদালতে যাব।এ সময় মওদুদ বলেন, রায়ের সত্যায়িত কপি পেলে আগামী সোমবার অথবা মঙ্গলবার জামিনের জন্য আপিল করা হবে।এর আগে বিকালে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের নেতৃত্বে আইনজীবীদের একটি দল কারা ফটকে পৌঁছান।মওদুদের সঙ্গে থাকা অন্য আইনজীবীরা হলেন- ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট আবদুর রেজাক খান।
কারাবন্দি খালেদা জিয়ার সেবায় তার গৃহকর্মী ফাতেমা বেগম রয়েছেন বলে যে খবর বিভিন্ন সংবাদপত্রে এসেছে, তা নাকচ করেন বিএনপি নেতা মওদুদ আহমদ।নাজিমউদ্দিন সড়কের পুরনো কারাগারে বন্দি নেত্রীর সঙ্গে দেখা করে এসে মওদুদ সাংবাদিকদের বলেন, ফাতেমাকে সেবা করতে দেওয়ার খবর সত্য না।তাকে ম্যাডামের সেবা করতে দেওয়া হচ্ছে না।৩৫ বছর বয়সী ফাতেমা দুই দশক ধরে খালেদার গৃহকর্মী হিসেবে কাজ করছেন।বৃহস্পতিবার দুর্নীতি মামলায় ৫ বছরের দন্ড দিয়ে আদালত বিএনপি চেয়ারপারসনকে কারাগারে পাঠানোর পর তার সেবা করতে ফাতেমাকেও ভেতরে রাখার অনুমতি চেয়েছিলেন আইনজীবীরা।রাষ্ট্রীয় কারাগারে ব্যক্তিগত গৃহকর্মীকে রাখার সুযোগ না পাওয়ার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিশেষ সুবিধাও তাকে দেওয়া হচ্ছে না বলে জানান সাবেক আইনমন্ত্রী মওদুদ।তাকে জনমানুষ থেকে দূরে নির্জন কারাগারে রাখা হয়েছে। সাধারণ কয়েদিদের মতো অনেকটা অখাদ্য খাবার তাকে দেওয়া হচ্ছে।সাবেক প্রধানমন্ত্রী হিসেবে, সাবেক সংসদ সদস্য হিসেবে, একটি দলের প্রধান হিসেবে তার ডিভিশন পাওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না।
তারপরও এই প্রথম কারাগারে বন্দি ৭২ বছর বয়সী খালেদা জিয়ার মনোবল ‘ঠিক আছে’ বলে জানান দলীয় নেতা মওদুদ।তিনি বলেন, রায়ের অনুলিপি পেলে সোমবার বা মঙ্গলবার হাই কোর্টে আপিল করবেন তারা।মওদুদসহ পাঁচ আইনজীবী বিকাল সাড়ে ৪টায় খালেদার সঙ্গে দেখা করতে ঢোকেন কারাগারে। সোয়া এক ঘণ্টা পর বেরিয়ে এসে কারাফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।সাড়ে ৩টার দিকে যাওয়ার পর কারা কর্তৃপক্ষ তাদের ভেতরে ঢুকতে দেয়নি। কারা কর্মকর্তার সঙ্গে আলোচনার পর সাড়ে ৪টার দিকে তারা ভেতরে ঢোকেন।তারা কারা ফটকে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন।আইনজীবীরা কারা ফটকের সামনে চেকপোস্টে থাকা পুলিশ সদস্যদের কাছে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার আবেদনপত্রটি জমা দেন। এর কিছুক্ষণ পর কারা কর্মকর্তা তাদের ভেতরে যাওয়ার অনুমতি দেন।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদন্ড দেন।এছাড়া একই মামলায় বিএনপি চেয়ারপারসনের ছেলে তারেক রহমান, সাবেক এমপি কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদন্ড দেয়া হয়।একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা করে জরিমানা করেন আদালত।রায়ের পর পরই খালেদা জিয়াকে আদালতের পাশে নাজিমউদ্দিন রোডের লালদালানখ্যাত ২২৮ বছরের পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।এদিকে, শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার কারাগারে যাওয়া বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ বাঁক বদল ঘটাবে বলে আশা করন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।দশম সংসদ নির্বাচন ঠেকাতে এবং পরে সরকার হটাতে আন্দোলনের নেমে ব্যর্থ বিএনপির নেত্রী একাদশ সংসদ নির্বাচনের আগে দুর্নীতি মামলায় সাজা নিয়ে কারাগারে গেলেন।
মওদুদ বলছেন, একটি ভুয়া-বানোয়াট অভিযোগ এনে তাকে কারাবরণ করিয়েছেন। কিন্তু এটাই হবে বর্তমান আমাদের রাজনীতির টার্নিং পয়েন্ট।সরকার একটি পলিটিক্যাল ব্লান্ডার করতে চাচ্ছে। এটি পলিটিক্যিাল ব্লান্ডার অব দ্য পার্ট অব দ্য গভর্নমেন্ট। এর প্রতিক্রিয়া যে ব্যাপক এবং গভীর হবে, সেটা সরকার উপলব্ধি করতে পারেনি।খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলন চালিয়ে যাবেন জানিয়ে তিনি বলেন, সরকার যে অপরাধ করেছে তার জবাব দেশের মানুষ আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে দেবে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে রাখার সমালোচনাও করেন মওদুদ।একটা পরিত্যক্ত বাড়ি, সেটা কী রকম বাড়ি, আপনারা সেটা বুঝতেই পারছেন সেখান থেকে কারাগার স্থানান্তর করা হয়েছে কেরানীগঞ্জে; আজকে সেখানে তাকে রাখা হয়েছে। তাকে জনবিচ্ছিন্ন করার জন্য এ ব্যবস্থা করা হয়েছে।খালেদা জিয়ার কারাগার বদল এবং সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাকে সব সুবিধা দেওয়ার আহ্বান জানান মওদুদ।রায়ের বিষয়ে ব্যারিস্টার মওদুদ বলেন, খালেদা জিয়ার শাস্তি ‘দুর্নীতির জন্য হয়নি’।তাকে শাস্তি দেওয়া হয়েছে দ-বিধির ১০৯ ও ৪০৯ ধারা অনুযায়ী। সেটা হল ক্রিমিনাল ব্রিচ অব কন্ট্রাক্ট। করাপশনের চার্জে তার শাস্তি হয়নি, তাকে শাস্তি দেওয়া হয়েছে ক্রিমিনাল ব্রিচ অব ট্রাস্টে।
সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, এ রায়ের মধ্য দিয়ে সরকারের রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন ঘটেছে।বিএনপি চেয়ারপারসন ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবিতে এবং নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ১১ ফেব্র“য়ারি থেকে ১৫ ফেব্র“য়ারি দেশের সব জেলায় আইনজীবী সমিতিতে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন জয়নাল।সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, যুগ্ম মহাসচিব সানাউল্লাহ মিয়া, ফোরামের নেতা বদরুদ্দোজা বাদল, আবেদ রেজা, নিতাই রায় চৌধুরী, উম্মে কুলসুম রেখা উপস্থিত ছিলেন।