নদী রক্ষায় সকল ব্যবস্থা নেয়া নিয়েছে বর্তমান সরকার: চীফ হুইপ

0
0

পানির ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে দুইদিন ব্যাপী সম্মেলনের সমাপনি অনুষ্ঠানে জাতীয় সংসদের চীপ হুইফ আসম ফিরোজ এমপি বলেছেন, কলাপাড়ায় প্রতিষ্ঠিত এশিয়ার প্রথম পানি যাদুঘরের জন্য সব ধরনের সহায়তা দেয়া হবে। বর্তমান সরকার দেশের সকল নদী রক্ষার উদ্যোগ নিয়েছে। পরিকল্পিতভাবে ড্রেজিং করে নদীর স্বাভাবিকতা বজায় রাখা হবে। এছাড়া কৃষিকাজে ব্যবহারের জন্য মিঠা পানির আধার রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি কলাপাড়া আন্ধারমানিক নদীসহ এতদাঞ্চলের সকল নদী রক্ষায় সচেষ্ট রয়েছেন উল্লেখ করে আরও বলেন, নদীর সঙ্গে স্লুইস সংযুক্ত বেড়িবাঁধের অভ্যন্তরীণ সকল খালের পানি কৃষকের কাজে ব্যবহারের স্বার্থে যথাযথ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনে ফের স্লুইস খালাশি নিয়োগ দেয়া হবে।

দেশের মানুষের খাবার ও ব্যবহারে এবং কৃষিকাজে নিরাপদ পানি নিশ্চিত করতে তার সরকার সকল উদ্যোগ নিয়েছে। এমনকি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি সংরক্ষণের উদ্যোগ নেয়ার জন্য সরকারি উদ্যোগ নেয়া হয়েছে। শনিবার সকাল ১০টায় পাখিমারা পানি যাদুঘর পরিদর্শন শেষে প্রফুল্ল মনোভৌমিক মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এক সূধী সমাবেশে তিনি দুইদিনব্যাপী ‘পানি ও জন-উদ্ভাবন সম্মেলনের সমাপনি বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, একশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির। সভাপতিত্ব করেন একশন এইড বাংলাদেশের চেয়ারম্যান মনজুর হাসান ওবিই। স্বাগত বক্তব্য রাখেন উপকূলীয় জনকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান জয়নাল আবেদীন। নদী বিষয়ক গল্প উপস্থাপন করেন সাংবাদিক এবং নোঙর অনুষ্ঠানের সম্পাদক মি. শামস সুমন, ভারতের গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ সমিতির নেতা মোঃ তরিকুল ইসলাম, চায়নার নদী বিশেষজ্ঞ অধ্যাপক ঝাং লিয়ান, নেপালের ছাত্রনেতা কোসি নদী রক্ষা কমিটির সদস্য ও নেপাল কংগ্রেসের সদস্য মিসেস নাসবুল খান, নেপালের মহিলা অধিকার মঞ্চের নেত্রী সাবিত্রি পোখারেল, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মাননু, মহিলা নেত্রী লাইলি বেগম প্রমুখ। অভিজ্ঞতা বিনিময় করেন বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। আরও উপস্থিত ছিলেন কলাপাড়ার ইউএনও মোঃ তানভীর রহমান, কলাপাড়া থানার ওসি মোঃ আলাউদ্দিন। বক্তারা বলেন, নদীর উপর সাধারণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এক যোগে কাজ করতে হবে। নদীর স্বতন্ত্র সত্ত্বা হিসাবে নদীর নিজের অধিকার রক্ষায় সচেষ্ট থাকা জরুরি।