বেগম জিয়ার সাজা হলে জেলকোড অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

0
0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দুর্নীতি মামলায় দন্ডিত হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে জেলকোড অনুযায়ী ব্যবস্থা নেবে কারা অধিদফতর।

বুধবার সচিবালয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান সাজা হলে খালেদা জিয়াকে কোথায় রাখা হবে। জবাবে তিনি বলেন, রায় কী হবে, তা যেহেতু তার জানা নেই, সেহেতু আদালত যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে। কারাগার যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে। উনি সাবেক প্রধানমন্ত্রী, জেল কোড অনুযায়ী যে রকমভাবে রাখার আদেশ আসবে, সেভাবেই রাখা হবে। এখনো জানি না।আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা অধিদফতর কোথায় কীভাবে রাখবেন, এটা তাদের ব্যাপার। তবে খালেদা জিয়ার বিষয়ে আদালতের আদেশ অনুযায়ী জেলকোড অনুসারে ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় ঘোষণা করবেন ঢাকার প ম বিশেষ জজ আদালত।

হাবিব-উন নবী খান সোহেলের ‘হদিস না পাওয়া যাচ্ছে না’ বলে বিএনপির অভিযোগের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আইনশৃঙ্খলাবাহিনী তাকে গ্রেপ্তার করেনি।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “হাবিব-উন নবী খান সোহেল… আমরা কনফার্ম, এখন পর্যন্ত আইনশৃঙ্খলাবাহিনী তাকে অ্যারেস্ট করেনি। আমি কিছুক্ষণ আগে পর্যন্ত খবর নিয়েছি, আমাদের পুলিশ বাহিনী, কিংবা আমাদের র‌্যাব বাহিনী- কেউ তাকে অ্যারেস্ট করেনি।এটা হতে পারে, সে নিজেই আত্মগোপন করেছে, এটা তিনি নতুন কোনো কৌশল অবলম্বন করতে পারেন। আমাদের নিরাপত্তা বাহিনী হাবিব-উন নবী খান সোহেলকে অ্যারেস্ট করেনি।গত ৩০ জানুয়ারি হাই কোর্ট মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলারই আসামি বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল। সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট সফরে সোহেলও তার সঙ্গে ছিলেন ।সিলেটে দুই আউলিয়ার মাজার জিয়ারত শেষে সোমবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকায় ফেরেন খালেদা জিয়া। আর ভোরের দিকে গোয়েন্দা পুলিশ মালিবাগের একটি বাসা থেকে সোহেলকে আটক করে নিয়ে যায় বলে মঙ্গলবার সকালে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন রিজভী।পরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সোহেলের মত একজন গুরুত্বপূর্ণ নেতা কী অবস্থায় আছেন, আমরা জানতে চাই। তার পরিবারের সাথে যোগাযোগ করেছি, তারাও সংশয়ের মধ্যে, তার বন্ধু-বান্ধবরা সংশয়ের মধ্যে। আমরা জানতে চাই।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের আগে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াও এ বিষয়ে কথা বলেন।সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, পুলিশের কোনো ইউনিট সোহেলকে গ্রেপ্তার করেনি।এগুলো পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাওয়ার প্রপাগান্ডা। নগরবাসীকে অনুরোধ, কোনো ধরনের গুজবে কান দেবেন না।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে জনমনে উদ্বেগ উৎকণ্ঠার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আছাদুজ্জামান মিয়া বলেছেন, রায়কে কেন্দ্র করে নানা ‘গুজব ও শঙ্কার কথা’ তারা শুনেছেন। এ নিয়ে পুলিশের ‘নিজস্ব চিন্তাও’ রয়েছে।জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের নিজস্ব কৌশল রয়েছে। যা যা করতে হয় আইনের মধ্যে থেকে পেশাদারিত্বের সঙ্গে তা করা হবে। তবে জনহয়রানি যেন কোনোভাবেই না হয় সেটা তদারকি করতে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।ঢাকার প ম বিশেষ জজ আদালতে বৃহস্পতিবার জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার তারিখ রয়েছে। দোষী সাব্যস্ত হলে এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হতে পারে।বিএনপির অভিযোগ, সরকার বিএনপি নেত্রীকে নির্বাচন থেকে দূরে রাখতেই ‘মিথ্যা’ এই মামলাকে রায় পর্যন্ত টেনে এনেছে। রায় বিপক্ষে গেলে রাজপথে নামার হুঁশিয়ারিও তারা দিয়ে রেখেছে।

অন্য দিকে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলার ঘোষণা দিয়ে গত কয়েক দিন ধরেই সারা দেশে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে পুলিশ।গত ২৮ জানুয়ারি থেকে এ পর্যন্ত ১২ শর বেশি নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে বিএনপির অভিযোগ।এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে গত ৩০ জানুয়ারি হাই কোর্ট এলাকায় পুলিশের ওপর হামলার প্রসঙ্গ টেনে আছাদুজ্জামান মিয়া বলেন, “অতীতে যারা ভাংচুর, জ্বালাও পোড়াও করেছে তাদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হচ্ছে। গণগ্রেপ্তারের কথা নিতান্তই অজুহাত। ভাল কাজকে বিতর্কিত করে সবার দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার অপকৌশল।

পুলিশের ওপর হামলাকারীরা অনুপ্রবেশকারী- বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রত্যাখ্যান করে পুলিশ কমিশনার বলেন, আমরা মিথ্যা বলতে পারি। প্রযুক্তি মিথ্যা বলে না। ওইসব ঘটনার ভিডিও ফুটেজ দেখে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা একই দলের নেতা।রায়ের দিন মিছিল সমাবেশে নিষেধাজ্ঞা নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নে পুলিশ কমিশনার বলেন, শান্তিপূর্ণভাবে কোনো কর্মসূচি কেউ পালন করলে তাতে কেউ বাধা দেবে না। তবে জনগণের জানমালের নিরাপত্তায় কেউ হুমকি তৈরি করলে, যানবাহন চলাচলে বিঘœ ঘটালে ছাড় দেয়া হবে না।নাশকতার বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য না থাকলেও অতীতের অভিজ্ঞতাকে বিবেচনায় রেখে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাই নেওয়া হয়েছে বলে জানান তিনি।