প্রবল ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, পাকিস্তান ও ভারত

0
0

৬.২ মাত্রার এক প্রবল ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, পাকিস্তান ও ভারত। ভূমিকম্পটি সবচেয়ে জোরালোভাবে অনুভূত হয়েছে আফগানিস্তানে।বুধবার (৩১ জানুয়ারি) আফগানিস্তানের রাজধানী কাবুল ও এর পার্শ্ববর্তী এলাকা এতে প্রবলভাবে প্রকম্পিত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানায়।

কাবুল থেকে ২৭০ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের হিন্দুকুশ পার্বত্য এলাকায়ও এটি প্রবলভাবেই অনুভূত হয়েছে।এছাড়া শক্তিশালী এই ভূমিকম্প অনেক দূরে ভারতের রাজধানী নয়াদিল্লি ও কাশ্মীরের শ্রীনগরে জোরালোভাবেই অনুভূত হয়েছে।কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর তাৎক্ষণিকভাবে জানা না গেলেও এতে উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ভূকম্পন জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে ও ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিজমোলজিক্যাল সেন্টার জানায়, ভূমকম্পের কেন্দ্রস্থলটি ছিল উত্তর আফগানিস্তানের পার্বত্য শহর ফয়েজাবাদের ৬৬ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে মাটির ১৮০ কিলোমিটার গভীরে।