আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দুর্নীতির মামলায় সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত রায় দেবেন। এতে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। কারণ, বিচার বিভাগ স্বাধীন। দেশে এখন আইনের শাসন আছে। বিচারকরা ন্যায়বিচার করেন।রোববার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছাত্রলীগ আয়োজিত এক ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মামলার বিচার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কোর্টে বিচার হয়েছে। আদালত সাক্ষ্য নিয়েছেন। দুই পক্ষের যুক্তিতর্ক শুনেছেন।এসবের ভিত্তিতেই বিচারক ৮ ফেব্র“য়ারি রায় দেবেন। বিচারক আমার শ্রদ্ধার ব্যক্তি।রায় কী হবে সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যদি বলি এটা বা ওটা তাহলে ওনাদের (বিএনপি) ফখরুল সাহেব আছেন, উনি পুঁটিমাছের মতো লাফাতে থাকবেন। ওনি (মির্জা ফখরুল) বলেন, কোর্ট নাকি আইন মন্ত্রণালয়ের নির্দেশে চলে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন বন্ধ করে দিয়েছেন কোর্ট। অথচ ওনি বলেন, আইন মন্ত্রণালয়ে নির্দেশে নাকি এটা বন্ধ হয়েছে। পাগল ব্যক্তি ছাড়া এভাবে কেউ কথা বলে না।
মন্ত্রী বলেন, ওনারা (বিএনপি) এ ধরনের কথা বলেন এই কারণে যে, তাদের শাসনামল এভাবেই চলেছে। তাদের শাসনামলে হাইকোর্টের বেঞ্চে মামলা তুলতে গিয়ে অ্যাটর্নি জেনারেল যখন দেখলেন, মামলার রায় অপরপক্ষে যাবে, তখন তারা প্রধান বিচারপতির কাছে ছুটে যেতেন। গিয়ে বলতেন, বেঞ্চ বদলে দেন। পাঁচ মিনিটেই বেঞ্চ বদলে দেন। ওনারা এ রকম রাজনীতিই করেন। এভাবে বিচারব্যবস্থাকে তারা কলুষিত করেছে।আনিসুল হক আরও বলেন, ‘আমার আমলে গত ৪ বছরে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। প্রায় ৪০০ কোটি টাকার সড়ক ও অবকাঠামোগত উন্নয়নকাজ করেছি। আখাউড়া ও কসবায় ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। ৭১৭ জনকে চাকরি দিয়েছি। এ জন্য কোনো বিনিময় নিইনি।ছাত্রলীগ কসবা উপজেলা সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে ¯’ানীয় টি আলী কলেজ মাঠে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, কসবা উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, ছাত্রলীগের সহসভাপতি আল আমিন প্রমুখ।