ভুলে কি যাবে…? : জাহিদ শরীফ নাসিম।।

0
0
ভুলে কি যাবে…?
============
আচ্ছা বলোতো,হঠাৎ যদি চলে যাই অজানায়
নির্জন কোনো রাতে কিম্বা গোধুলী বেলায়,
হতে পারে শিশির ভেজা স্নিগ্ধ ভোর নয়তো মধ্য দুপুরের ব্যস্ততায়….
এভাবেই যদি বিদায় না নিতে পারি?
তবে কি ভুলে যাবে আমায় এমন করেই..!
ভেবে নাও, চলে যাই যদি পথ হারিয়ে…
উদাস কোন দুপুরে কাজের মাঝে,
দেখো যদি কফিনের মাঝে-
সন্ধে তারা জ্বলে উঠে যখন দূর আকাশের ধারে…..!
তবে কি ভুলেই যাবে আমায় এমন করে?
ভেবে নাও, যদি চলেই যায়…..মনে করবে আমায়?
স্বপ্ন ঘুম যদি আর না ভাঙে,
যদি বলতে না পারি আমায় ছাড়া থাকবে কেমন করে
যখন আমি চার বেহারার পাল্কীতে সওয়ার হয়ে-
দূর অজানার যাত্রির বেশ নিয়ে…..!
তবে কি, ভুলেই যাবে আমায় এমন করে…?
********************
জাহিদ শরীফ নাসিম।।
ঢাকা: ২৮-০১-২০১৮ ইং।