ইনজুরির কারণে দীর্ঘ ফর্মহীনতায় ভোগা মুস্তাফিজুর রহমানকে এবার আইপিএলের কোনো দল কিনবে কিনা তা নিয়ে সংশয় ছিল। কিন্তু ত্রিদেশীয় সিরিজে সেই আগের রূপে হাজির হয়েছেন কাটার মাস্টার। তাই বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের চেয়েও বেশি দাম দিয়ে দ্য ফিজকে কিনে নিল বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।
বাংলাদেশের বাঁহাতি পেসারকে দলে নিতে মুম্বাইয়ের খরচ করতে হয়েছে ২ কোটি ২০ লাখ রুপি। তার ভিত্তিমূল্য ছিল ১ কোটি রূপি। তাকে দলে টানতে দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে ব্যাপক লড়াই করতে হয়েছে মুম্বাইকে। শেষ পর্যন্ত জয় হয়েছে মুম্বাইয়ের। মুস্তাফিজের আগে সাকিবকে আজ নিলামের শুরুতেই ২ কোটি রুপিতে কিনে নিয়েছে মুস্তাফিজের সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদ।আইপিএলে গত দুই মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদে ছিলেন মুস্তাফিজ। ২০১৬ আইপিএলে দলটির শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। মুম্বাই ইন্ডিয়ান্সে এখন পর্যন্ত দলভুক্ত হয়েছেন রোহিত শর্মা, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, প্যাট কামিন্সদের মত তারকারা।