মন্ত্রী-এমপির বক্তব্যেই পরিষ্কার, রায় নির্ধারিত : ফখরুল

0
0

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার মামলার রায় ঘোষণা নিয়ে সরকারের মন্ত্রী-এমপিদের বিভিন্ন ধরনের বক্তব্যে পরিষ্কার হয় যে, এ মামলার রায় আগে থেকেই নির্ধারিত। প্রহসনের এ বিচারের কোনো প্রয়োজন ছিল না।শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে এক সমাবেশে ফখরুল এ কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল ও সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলীসহ সব বন্দির মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ শাখা।খালেদা জিয়ার দুর্নীতির মামলায় যেনতেন প্রকারে রায়’ জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামী ৮ ফেব্র“য়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলার রায় ঘোষণা নিয়ে আলোচনা সভায় তিনি বলেন, এত সোজা নয়, বেগম খালেদা জিয়াকে আপনারা যেনতেন প্রকারে একটা রায় দেওয়ার ব্যবস্থা করবেন, দেশের মানুষ সেটা মেনে নেবে না। সঠিক বিচার করতে হবে, ন্যায়বিচার হতে হবে।আমরা যে কথা বলতে চাই খুব পরিষ্কার করে, আমাদের নেত্রী এদেশের ১৬ কোটি মানুষের আশা-ভরসার স্থল, স্বাধীনতা-সার্বভৌমত্বের একমাত্র প্রতীক ,যার ওপর সমস্ত বাংলাদেশ তাকিয়ে আছে, তাকে তারা রাজনীতি থেকে দূরে রাখতে চায়। আমরা কী সেটা করতে দেব?এ সময়ে অনুষ্ঠানস্থলে নেতাকর্মীরা সমস্বরে না, না বললে বিএনপি মহাসচিব বলেন, আপনারা কি তার জন্য সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে তার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন?এ সময়ে নেতাকর্মীরা সমস্বরে ‘হ্যাঁ’ বলে ওঠে।
আগামী ৮ ফেব্র“য়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবে ঢাকার পঞ্চম জজ আদালত। বিএনপি-জামায়াত জোটের ২০০১-২০০৬ মেয়াদে সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের এ মামলার প্রধান আসামি।অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় খালেদা জিয়ার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদন্ড হতে পারে। সেক্ষেত্রে তিনি আগামী নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হয়ে পড়বেন।বিএনপি মামলাটিকে অন্তঃসারশূন্য আখ্যা দিয়ে অভিযোগ করে আসছে, ক্ষমতাসীনরা রাজনৈতিক প্রতিহিংসা থেকে মামলাটিকে এ পর্যন্ত নিয়ে এসেছে। কেন তড়িঘড়ি করে রায় দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন মির্জা ফখরুল।তিনি বলেন, অত্যন্ত দ্রুততার সঙ্গে নজিরবিহীনভাবে তাড়াহুড়া করে এই মামলাটি শেষ করার প্রচেষ্টা চালানো হচ্ছে। এমন কী শেষ দিন যখন আইনজীবী চাচ্ছেন যে, তিনি আরও কথা বলবেন, কিউসিরা আছেন তাদের কথা বলার কোনো সুযোগ না দিয়ে, সিনিয়র আইনজীবীদের গিলোটিন করে তাদের বক্তব্য শেষ করা হয়েছে এবং মামলার রায় দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে।কেন এই তাড়াহুড়া? কেন এই জোর করে অতিদ্রুত আইনের স্বাভাবিক যে গতি, মামলার যে গতি থাকে, তাকে বন্ধ করে দিয়ে অতি দ্রুততার সঙ্গে কেন এই রায় দেওয়ার চেষ্টা? একটাই কারণ- বিএনপি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে।রায় ঘিরে কেউ ‘বিশৃঙ্খলা বা ধংসাত্মক কার্যকলাপের’ চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি প্রসঙ্গে ফখরুল বলেন, আওয়ামী লীগের মন্ত্রীরা হুঙ্কার দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে, রায়ের পরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে। আপনাদের মাথায় এটা আসলো কেন? আমরা তো দেখছি, এই মামলায় কিছুই নেই, কোনো সত্যতা নেই, প্রসিকিউশন ব্যর্থ হয়েছে কোনো কিছু প্রমাণ করতে। সেখানে আপনারা হঠাৎ করে এটা (বিশৃঙ্খলা) ভাবছেন কেন?ভাবছেন এই কারণেই যে, রায় আপনারা পূর্বেই নির্ধারণ করে রেখেছেন। আপনাদের সরকারের মন্ত্রীরা বলেছেন আটদিনের মধ্যে রায় হবে, ১৫ দিনের মধ্যে রায় হবে। যখন প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেন যে ১৫ দিনের মধ্যে রায় হয়ে যাবে, রাঙ্গা সাহেব (স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা) বলেন যে, আটদিনের মধ্যে হয়ে যাবে। তখন দেখা গেল ফেব্রুয়ারির ৮ তারিখ রায় ঘোষণার কথা বলা হল। তাহলে বিচারের এই প্রহসন কেন?জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সংগঠনের কারাবন্দি সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল ও সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলীর মুক্তির দাবিতে এই আলোচনা সভা হয়।মহানগর দক্ষিণের সভাপতি এস এম জিলানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু বক্তব্য রাখেন।