গণতন্ত্র বিচার ব্যবস্থা নিরাপদ নয় : ওবায়দুল কাদের

0
0

যারা আদালতের রায় মানেন না তাদের হাতে গণতন্ত্র ও বিচার ব্যবস্থা নিরাপদ নয় এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির মামলার রায় ঘোষণার আগেই বিএনপি হুঙ্কার দিচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।শনিবার সকালে সাভারে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।শনিবার সকালে সাভারের হেমায়েতপুরে ‘সিঙ্গাইর-মানিকগঞ্জ-হেমায়েতপুর’ আঞ্চলিক মহাসড়কে উন্নয়নকাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, রায়কে ঘিরে বিএনপি আদালতকে হুমকি দিচ্ছে। রায় নিজেদের পক্ষে আনতে আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছে। দলটির নেতারা রায়কে ঘিরে যেভাবে আগাম মন্তব্য করছেন, হুংকার দিচ্ছেন, তাতে মনে হচ্ছে, রায় কী হবে তা তারা জেনেই গেছেন’।জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ শেষ হয়েছে। আদালত আগামী ৮ ফেব্র“য়ারি রায়ের দিন ঘোষণা করেছেন।এ মামলায় খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেনÑমাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।রায়ের দিন ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছিলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মামলায় ‘নেতিবাচক’ কোনো রায় হলে তার পরিণতি ভয়াবহ হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এভাবে হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ নেই। এ হুমকি সরাসরি আদালতের বিরুদ্ধে। এর মাধ্যমে তারা প্রমাণ করেছেন যে, বিএনপির হাতে দেশ যেমন নিরাপদ নয়, তেমনি দেশের গণতন্ত্র, আইনের শাসন এমনকি স্বাধীন বিচার ব্যবস্থাও নিরাপদ নয়’।বর্তমান সরকারের আমলে বিচার বিভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ বলেই আওয়ামী লীগের সংসদ সদস্যদের অনেকে আজ কারাগারে’, বলেন কাদের।বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের আগেই বিএনপি নির্বাচনে জিততে চায়। ২০১৩-১৪ সালের মত নির্বাচনের নামে বিএনপি যদি জ্বালাও-পোড়াও করতে চায় তাহলে জনগণ তাদের প্রতিহত করবে। সেতুমন্ত্রী বলেন, আগামী রাষ্ট্রপতি নির্বাচনে দল ও দেশের কাছে যে ব্যক্তি গ্রহণযোগ্য মনে হবে তাকেই রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দেয়া হবে। সংসদ নির্বাচনের জন্যও তিন মাস পর পর জরিপ হচ্ছে। যে ব্যক্তি জরিপে এগিয়ে থাকবেন দল থেকে তাকেই মনোনয়ন দেয়া হবে।