সারা দেশে উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে সরস্বতী পূজা

0
0

বন্দর নগরী চট্টগ্রামসহ সারা দেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে সরস্বতী পূজা। সোমবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঢোল আর বাদ্যযন্ত্রের তালে তালে চট্টগ্রামের জে এম সেন হলে শুরু হয় সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা। এ সময় বিভিন্ন ফলফলাদি দিয়ে নৈবদ্য সাজিয়ে পুজা নিবেদন করা হয়। বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ পূজার আয়োজন করে। পুরোহিতের মন্ত্রপাঠ, উলু ধ্বনি, ঢাকের বাদ্য ও কাশার ঘণ্টাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিদ্যা দেবীর পূজা। পূজা মণ্ডপে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয় বিদ্যা লাভের আশায় । এ সময় দেবীর পায়ে অঞ্জলি দেন পুন্যার্থীরা।

বরিশাল নগরীর অমৃত লাল দে কলেজ, বিএম কলেজ ও বরিশাল কলেজসহ নগরীর বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠান ও মন্দিরে আয়োজন করা হয় সরস্বতী পুজার। ঢাকের তালে তালে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি দেয় ভক্তরা। এছাড়া সিলেট ও মাদারীপুরসহ দেশের বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতি পূজা পালন করে সনাতন ধমাবলম্বী শিক্ষার্থীরা।