দেশে এইডসে আক্রান্ত ৩ হাজার ৯২২ জন

0
0

দেশে এইডসে আক্রান্ত জীবিত রোগীর সংখ্যা তিন হাজার ৯২২ জন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ রোববার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্ন-উত্তর পর্বে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। সংসদ সদস্য (এমপি) বেগম সালমা ইসলামের প্রশ্নের জবাবে নাসিম বলেন, ১৯৮৯ সালে দেশে প্রথম এইচআইভি সনাক্ত হয়। ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত সরকারি হিসেবে বর্তমানে দেশে মোট এইচআইভি আক্রান্তের সংখ্যা চার হাজার ৭২১ জন। এর মধ্যে মারা গেছে ৭৯৯ জন এবং জীবিত রয়েছেন তিন হাজার ৯২২ জন। এ রোগে সংক্রমের হার ০.০১ শতাংশ।

মন্ত্রী আরও জানান, দেশে মোট ১৩ হাজার ৫০০ কমিউনিটি ক্লিনিক রয়েছে। ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রায় সাড়ে ৬২ কোটি ভিজিটের মাধ্যমে মানুষ সেবা গ্রহণ করেছেন। এছাড়া এক হাজার ১০০টি কমিউনিটি ক্লিনিকে স্বাভাবিক প্রসব পরিচালিত হচ্ছে। ২০০৯ হতে এ পর্যন্ত ৪১ হাজার ৫৩৮ টি স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে।