তুমি সেইজন।।
************
ভোরের আকাশ গুমট বেঁধেছে ,না পেয়ে ঊষার আলো
মাঘের কুয়াশায় ঢেকেছে অবয়ব,করে সে মুখ কালো।
মধ্য গগনে খেলেছে নিয়ে, ভালবাসার মিছে ভরসায়।
কাঁদিছে অন্তর দুলিছে হিল্লোলে নতুন মনের আশায়।।
কোন এক লালচে প্রভাতে,
পাশাপাশি হাত তোমার হাতে,
বেসেছি ভাল গোধুলির ধুলি মেখে গায়
ধরেছি হাল দূর্গম সাগরে তুলেছি পাল ডিঙ্গি নায়।।
স্বপ্ন দেখে চোখ, বারংবার আঁকি পদ্মানদীর বাহিকা
হলদে শাড়িতে ডানাহীন পরি একান্ন জন্মের নায়িকা।।
যন্ত্রের কাগজে লিখে কবিতা, অতৃপ্ত রহে মন,
আর কেহ নহে, ভালোবাসি যাকে, তুমি সেইজন।
★★★★★★★★★
জাহিফ শরীফ নাসিম।
ঢাকা: ১৫/০১/২০১৮ ইং।