বিশ্বইজতেমায় তাবলীগ জামাতের বিশ্ব আমীর মাওলানা সা’দ-এর যোগদানকে ঘিরে সৃষ্ট বিতর্কের দ্রুত অবসান চেয়েছেন বাংলাদেশের তাবলীগ জামাতের নেতৃবৃন্দ। এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা।
রবিবার দুপুরে টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অ ল কার্যালয় চত্বরে বিশ্বইজতেমার ফলো-আপ সভায় বিশ্বইজতেমার শীর্ষ মুরুব্বীরা ওই দাবি জানিয়েছেন। গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে ও গাজীপুর জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরের স ালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এমএ মান্নান, ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি আজমত উল্লাহ খান, তাবলীগ জামাতের মুরুব্বী ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দীন, ড. রফিকুল ইসলাম ও প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় র্যাব, বাংলাদেশ রেলওয়ে, বিআরটিসি, বিআরটিএ, ডেসকো, তিতাস গ্যাস, টেলিফোন, ফায়ার সার্ভিস, ওয়াসা, এলজিইডি, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর জেলা পুলিশ প্রশাসন ও গাজীপুর জেলা প্রশাসনসহ বিভিন্ বিভাগের কর্মকর্তাগণ প্রত্যেকে তাদের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
তাবলীগ জামাতের ও বিশ্বইজতেমার মুরুব্বী সাবেক রাষ্ট্রদূত ড. মো. রফিকুল ইসলাম বলেন, গাজীপুরে টঙ্গীর বিশ্বইজতেমায় ভারতের মাওলানা সাদ সাহেব যদি না আসেন, তবে এটা বিশ্বইজতেমা থাকবে না। এটা হবে আমাদের স্থানীয় ইজতেমা, পাকিস্তানী ম্যানেজড ইজতেমা। এটা হবে বাংলাদেশী ইজতেমা, এটা বিশ্বইজতেমা হবে না। কারণ অনেক বিদেশী ও দেশের মুসুল্লীরা জানিয়েছেন, সাদ সাহেব যদি বিশ্বইজতেমায় অংশ না নিতে পারেন তবে তারা এ ইজতেমায় অংশ নেবেন না। এটা পাকিস্তানীদের একটা চাল। এ ব্যাপারে তিনি সরকার তথা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন। এছাড়া বিদেশী মুসুল্লীদের জন্য অন অ্যারাইভাল ভিসার মেয়াদ ২১জানুয়ারি পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছে।
তিনি বলেছেন, বিশ্বইজতেমা নিয়ে চক্রান্ত হচ্ছে। বাংলাদেশ থেকে বিশ্বইজতেমা সরিয়ে নিতে পাকিস্তানীরা আমাদের দেশের একটি পক্ষকে ইন্ধন দিচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক বলেন, আপনাদের কথা থেকে মনে হচ্ছে, তাবলীগের শূরা মুরুব্বীদের মধ্যে আপনাদের যোগাযোগের গ্যাপ আছে। মাননীয় মন্ত্রী মহোদয় শনিবার তাবলীগের শূরা সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন। ইজতেমার মুরুব্বীদের দাওয়াততো আপনারা দিয়েছেন। দাওয়াতে কে আসবে না আসবে সেটাতো আপনাদের মুরুব্বীদের ব্যাপার।এ ব্যাপারে তিনি মুরুব্বীদের সঙ্গে আলোচনা করে ফয়সালার অনুরোধ জানিয়েছেন। তবে সব কিছুই ফয়সালা হয়ে যাবে বলেন তিনি। তিনি সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন। বৈঠকে বিশ্বইজতেমার প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট বিভিাগের কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করা হয়।
এসময় গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশীদ জানান, টঙ্গী বিশ্বইজতেমা এলাকায় প্রায় সাত হাজার পুলিশ সদস্য আট ভাগে ভাগ হয়ে পাঁচস্তরে মুসুল্লীদের নিরাপত্তা রক্ষা করবে। মুসুল্লীদের প্রবেশ পথে সন্দেহভাজনদের মেটাল ডিটেক্টর, ১৫টি ওয়াচ টাওয়ার ও ৪১টি সিসি ক্যামেরা থেকে পুরো ইজতেমাস্থল পর্যবেক্ষণ করা হবে। ইজতেমা ময়দানের প্রতি খিত্তায় ৬জন করে পুলিশ সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন। এবার গতবারের চেয়ে প্রায় দেড় হাজার পুলিশ সদস্য ও ৫টি ওয়াচ টাওয়ার বৃদ্ধি করা হয়েছে। এছাড়া রোহিঙ্গাদেরও নজরদারি করা হবে। বিশ্বইজতেমা এলাকায় হকার ও ভিক্ষুক মুক্ত করা হবে। এছাড়া রবিবার থেকে ইজতেমার শেষ না হওয়া পর্যন্ত গাজীপুরের পুলিশ সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। যানচলাচল স্বাভাবিক রাখতে ইজতেমা ময়দানগামী সড়কগুলোতে ট্রাফিক পুলিশের ১৮শ সদস্য দায়িত্বপালন করবেন। এছাড়া সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আলাদাভাবে জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, ও ফায়ার সার্ভিসের কন্টোল রুম স্থাপন করা হবে। এবারের বিশ্ব ইজতেমার পুরো ময়দানকে নিরাপত্তা বলয় গড়ে তুলবে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। মুসল্লিদের নিরাপত্তায় থাকবে পুলিশের প্রায় ৭ হাজার সদস্য এবং র্যাবের ২৫০ সদস্য।
ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. গাউস আল মুনির জানান, বিশ্ব ইজতেমা চলাকালে বিশেষ ট্রেন চালু হবে এবং প্রতিটি ট্রেন টঙ্গী রেলওয়ে জংশনে দুই মিনিট করে যাত্রা বিরতি করবে। বিদ্যুত কর্তৃপক্ষ জানিয়েছেন, ইজতেমা এলাকায় পাঁচটি ফিডারের মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুত ব্যবস্থা নিশ্চিত করা হবে।
গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল জানান, এবছর ১৫টি গভীর নলকূপের মাধ্যমে ইজতেমায় আগত মুসুল্লীদের অজু-গোসলের জন্য প্রতিদিন প্রায় চার কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। এছাড়া মুসুল্লীদের জন্য পর্যাপ্ত সংখ্যক টয়লেট ও গোসলখানা স্থাপন করা হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এমএ মান্নান জানান, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইজতেমা ময়দান এলাকায় ২৬টি ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনের ঔষধ স্প্রে করা হবে। এছাড়া ২১টি গার্বেজ ট্রাকের মাধ্যমে ইজতেমা ময়দান থেকে বর্জ অপসারণ, ধুলাবালি নিয়ন্ত্রণে পানি ছিটানোর ব্যবস্থা ও ময়দান এলাকায় প্রয়োজনী ব্লিচিং পাউডার সরবরাহ করা হবে। এখানে বিদেশী ক্যাম্পে রান্নার জন্য ১৩৬টি গ্যাসের চুলা স্থাপন করা হবে। বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার জন্য ৪৫টি চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপন করা হচ্ছে।
জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, ইজতেমা এলাকাসহ আশেপাশের এলাকায় অবৈধস্থাপনা উচ্ছেদ, অশ্লীল পোস্টার অপসারন এবং হোটেল রেস্তোরায় বিশুদ্ধ খাবার নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে মুসুল্লীদের যাতায়তের জন্য তুরাগে ৭টি ভাসমান ব্রীজ নির্মান করা হয়েছে। ৯ জানুয়ারি সকাল থেকে তা চলাচলের জন্য খুলে দেয়া হবে। এরআগে ৮জানুয়ারি সন্ধ্যার পর থেকে ইজতেমা ময়দানের পশ্চিমপাশের তুরাগ নদে নৌযান চলাচল বন্ধ করা হবে।
বিশ্বইজতেমার মুরুব্বী মো. গিয়াস উদ্দিন জানান, ইতোমধ্যে বিশ্বইজতেমার প্রস্তুতির প্রায় ৯০ ভাগ সম্পন্ন হয়েছে। বিশ্বইজতেমার প্রথম পর্ব আগামি ১২জানুয়ারি থেকে ১৪জানুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব ১৯ থেকে ২১জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিদফার শেষ দিনে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
ঢাকার উত্তরা ছাড়াও গাজীপুরের আটটি স্থানে মুসুল্লীদের গাড়ি পার্কিং করার জন্য স্থান নির্ধারণ করা হয়েছে।
১৯৬৭সাল থেকে টঙ্গীতে বিশ্বইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। মাঠে মুসুল্লীদের স্থান সংঙ্কুলান না হওয়ায় ২০১১সাল থেকে টঙ্গীতে দুই পর্বে বিশ্বইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম বছর যারা (যে ৩২ জেলার মুসুল্লী) টঙ্গীর বিশ্বইজতেমায় অংশ নেবেন তারা পরবর্তী বছর সেখানে যাবেন না। ওই বছর এসব জেলার মুসুল্লীরা নিজ নিজ জেলায় আ লিক ইজতেমায় শরিক হবেন। ২০১৫সাল থেকে প্রতিবছর টঙ্গীর বিশ্বইজতেমা পাশাপাশি জেলা জেলায় আ লিক ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।
মোস্তাফিজুর রহমান টিটু/নূরুল ইসলাম গাজীপুর ও টঙ্গী থেকে