প্রধানমন্ত্রীর নির্দেশের পর সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. ইউসুফকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। রোববার দুপুরে রাঙ্গুনিয়ায় ছোট ভাইয়ের বাড়ি থেকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনি এখন হাসপাতালের চতুর্থ তলায় আইসিইউতে ভর্তি আছেন বলে জানান তার ছোট ভাই মো. সেকান্দার জানিয়েছেন।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন বলেন, তিনি (ইউসুফ) স্ট্রোকের রোগী, আনকনসাস অবস্থায় আছেন। তার সেফটিসেমিয়া হয়েছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. অশোক কুমার দত্তের তত্ত্বাবধানে ইউসুফকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান। দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়া কলেজ রোডে ভাইয়ের বাড়িতে প্রায় বিনা চিকিৎসায় দিনযাপন করছিলেন সারাজীবন গণমানুষের জন্য নিবেদিতপ্রাণ এই মুক্তিযোদ্ধা।দেরিতে হলেও প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রোববার সকালে ইউসুফের যথাযথ চিকিৎসার ব্যবস্থার নির্দেশ দেন।এরপর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।