বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য ‘গণসংহতি আন্দোলন’ এর আবেদনপত্র জমা প্রদান সম্পন্ন

0
0

আজ ৩১ ডিসেম্বর ২০১৭ সকাল ১১টায় রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের জন্য গণসংহতি আন্দোলন বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের নিকট- নির্দেশিত বিধি অনুসারে সমস্ত দলিলাদি জমা প্রদান করেছে। এই সময় দলের কাজে নেতৃত্ব দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ারী জননেতা জোনায়েদ সাকি, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল; কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদ সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখ্তার, কেন্দ্রীয় সম্পাদকম-লীর সদস্য বাচ্চু ভূইয়া, মনির উদ্দীন পাপ্পু, জুলহাসনাইন বাবু, ঢাকা মহানগর কমিটির অন্যতম নেতা বেলায়েত শিকদার, নওগাঁ জেলার সদস্য সচিব উৎসব মোসাদ্দেক এবং উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফাসহ াবাভন্ন জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।

আবেদনপত্র জমা দেয়ার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হলো সংবিধানের অধীনস্থ থেকে নির্বাচন আয়োজন করা। সংবিধান পরিপন্থী কোন আইন বা বিধি প্রণয়নের এখতিয়ার তাদের নেই। যদিও গণসংহতি আন্দোলন নির্বাচন কমিশনের সকল বিধি ও শর্ত পূরণ করেই আবেদনপত্র জমা দিয়েছে। তবে নানা শর্ত ও বিধি আরোপ জনগণের স্বতঃস্ফূর্ত রাজনৈতিক চেতনার বিকাশকে বাধাগ্রস্থ করবে। গণসংহতি আন্দোলন মুক্তিযুদ্ধের আকাক্সক্ষার রাষ্ট্র ও সংবিধান প্রতিষ্ঠায় জনগণের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন।

এছাড়াও সারা দেশের জনগণের স্বতঃস্ফূত সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে নেতা-কর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ ।