গাজীপুরে স্পিনিং মিলে বিষ্ফোরণ ও অগ্নিকান্ড, প্রকৌশলীসহ দগ্ধ-২

গাজীপুরের কালিয়াকৈরে সুতা তৈরীর একটি কারখানায় জেনারেটর বিস্ফোরিত হয়ে আগুন লেগে প্রকৌশলীসহ দুইজন দগ্ধ হয়েছেন। আহতরা হলেন- কারখানার উপ-সহকারী প্রকৌশলী মো.সাইফুল ইসলাম (৩০) ও তার সহকারী মো. হানিফ মিয়া (২২)।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কবিরুল আলম ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বেলকুচি স্পিনিং মিলের মূলভবন সংলগ্ন টিনসেড কক্ষে থাকা জেনারেটর হঠাৎ বিস্ফোরিত হয় এবং তাতে আগুন ধরে যায়। আগুন দ্রুত জেনারেটর কক্ষে ছড়িয়ে পড়লে ওই কক্ষে থাকা সাইফুল ও হানিফ দগ্ধ হন। বিষ্ফোরণে জেনারেটর কক্ষের টিনের চাল ধ্বসে পড়ে। কারখানার লোকজন ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। পরে দগ্ধ দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আগুনে জেনারেটর ও জেনারেটর কক্ষটি ক্ষতিগ্রস্থ হয়েছে। কারখানার চিকিৎসক মো. সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় সাইফুলের শরীরের প্রায় ২৫ শতাংশ এবং হানিফের প্রায় ২৩ শতাংশ পুড়ে গেছে।