কাবুলে বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত

0
0

আফগানিস্তানের কাবুলে বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩০ জনের মত আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে আফগান ভয়েস এবং তেবিয়ান সেন্টারের কার্যালয়ের কাছে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে দেশটির সরাষ্ট্রমন্ত্রণালয়। খবর আল জাজিরা।

আফগানিস্তানের উপস্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র নাসরাত রাহিমি এএফপিকে জানান, আফগানিস্তানে সোভিয়েত অভিযানের ৩৮ তম বার্ষিকী পালনের জন্য সেখানে এক অনুষ্ঠান চলার সময় বোমাটির বিস্ফোরণ হয়। তাবিয়ান কালচারাল সেন্টারটি ধ্বংসের লক্ষে বিষ্ফোরণটি হতে পারে।।

আফগান জার্নালিস্টস সেফটি কমিটি (এজেএসসি) হামলার নিন্দা জানিয়েছে। টুইটারে এজেএসসি জানিয়েছে, উদ্ধার তৎপরতায় সহায়তা করার জন্য তাদের সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে আফগান তালেবানের পক্ষ থেকে হামলার দায় অস্বীকার করে একটি বিবৃতি দেওয়া হয়েছে।