দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসে পৌঁছেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। সোমবার রাত সাড়ে আটটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এসময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাকে স্বাগত জানান। পরে রাষ্ট্রীয় আচার অনুযায়ী তুরস্কের প্রধানমন্ত্রীকে সম্মান জানানো হয়। এসময় গার্ড পরিদর্শন করেন ইলদিরিম। মঙ্গলবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধ ও ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তুরস্কের প্রধানমন্ত্রী। এ সময় বেশকিছু চুক্তি ও সমঝোতায় স্বাক্ষর ও যৌথ বিবৃতি দেয়ার কথা রয়েছে। বুধবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে তার।
মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করে সাভার জাতীয় স্মৃতিসৌধ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। সোমবার সকাল ১০টার দিকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীকে সঙ্গে নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দেন তিনি। এর আগে সকাল নয়টার দিকে সাভারে এসে পৌঁছান তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।
এরপর ধানমন্ডির ৩২ এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করার কথা রয়েছে তুরস্কের প্রধানমন্ত্রীর। পরে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তুরস্কের প্রধানমন্ত্রী। এ সময় বেশকিছু চুক্তি ও সমঝোতায় স্বাক্ষর ও যৌথ বিবৃতি দেয়ার কথা রয়েছে। সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করার কথা রয়েছে তুরস্কের প্রধানমন্ত্রীর।