সশস্ত্র বাহিনীর উন্নয়নে সবরকম সহযোগিতা : প্রধানমন্ত্রী

0
0

সশস্ত্র বাহিনীর উন্নয়নে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সকল উন্নয়ন কাজে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ রয়েছে। সোমবার মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স সমাপনকারীদের হাতে সনদ তুলে দিয়ে এসব কথা তিনি। এ বছর বাংলাদেশ সেনাবাহিনীর ২৯ জন, নৌবাহিনী ও বিমান বাহিনী থেকে ১০ জন, সিভিল সার্ভিসের ১১ জন, পুলিশের ২ জন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১ জনসহ মোট ৫৩ জন কর্মকর্তা ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেন।

এছাড়াও বন্ধুপ্রতিম দেশ ভারত, শ্রীলঙ্কা, নেপালসহ ১৩ দেশ থেকে ২৭ জন প্রশিক্ষণার্থী কোর্স শেষ করেন।অনুষ্ঠানে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স শেষ করা সেনাবাহিনীর ২৫, নৌবাহিনী ও বিমান বাহিনীর মোট ১০ জনের হাতেও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।

এ সময় জাতিসংঘ শান্তি মিশনসহ দেশের অভ্যন্তরে প্রাকৃতিক দুর্যোগ ও নানা প্রযোজনে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বন্ধুপ্রতিম দেশগুলো থেকে আসা কর্মকর্তাদের বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।