রফিকুল হাসান রিমন নামের এক নিখোঁজ মেরিন ইঞ্জিনিয়ারের লাশ রাজধানীর শুক্রাবাদ থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে শুক্রাবাদ কাঁচাবাজারের পূর্বপাশে একটি নির্মাণাধীন ভবনের নিচে রিমনের মরদেহ পাওয়া গেছে। গত শনিবার রাত থেকেই ৪২ বছর বয়স্ক রফিকুল হাসান নিখোঁজ ছিলেন। সম্প্রতি তিনি ছুটিতে ঢাকায় এসেছিলেন বলে জানান নিহতের বাল্যবন্ধু মাকসুদুল হক স্বাধীন।
গত রাতে সোহেল নামের এক মুরগি ব্যবসায়ী ঘটনাস্থল থেকে নিহতের মোবাইল ফোন কুড়িয়ে পান। পরে র্যাবকে খবর দিলে রোববার রাত ১২টার দিকে ঘটনাস্থলে এসে তাঁরা মরদেহ উদ্ধার করে। নিহতের বাল্যবন্ধু মাকসুদুল হক স্বাধীন অভিযোগ করেন, রিমনের এক ভাগিনার সঙ্গে একটি ফ্ল্যাট নিয়ে তাঁদের পারিবারিক বিরোধ চলছিল। এ ছাড়া রিমনের স্ত্রী আলাদা থাকতেন। তিনি আরো জানান, তাঁদের এক ছেলে ও এক মেয়েশিশু রয়েছে।
মাকসুদুল হক স্বাধীন আরো বলেন, ‘আমি এসে লাফ দিয়ে দেখলাম যে বেজমেন্টের ভেতরে কী আছে। পরিত্যক্ত বাড়ি যেহেতু, নামার পরে আমি শেষ পর্যন্ত ঢুকে গেলাম। যখন রিটার্ন করে আসতে গেছি, তখনই ঝুলন্ত অবস্থায় তাঁর লাশের ওপরের অর্ধেক অংশ দেখতে পেলাম। মাথা নিচু, নাক-মুখ দিয়ে রক্ত ঝরছে। আমি দেখে চিৎকার দিয়ে উঠি।’
র্যাব-২-এর কোম্পানি কমান্ডার মেজর আতাউর রহমান বলেন, ‘খবর পেয়ে সদস্যদের নিয়ে এখানে এসে দেখি একটা লাশ। প্রাথমিকভাবে কিছু বোঝা যাচ্ছে না। এটা কি এখানের ঘটনা, নাকি বাইরের কোনো ঘটনা এখানে এনে ফেলে দিয়ে গেল—এখনই বলতে পারছি না।’