দক্ষিণ আমেরিকার দেশ চিলির প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন রক্ষণশীল ধনকুবের সিবাস্তিয়ান পিনেরা। ১৭ ডিসেম্বর রোববার অনুষ্ঠিত মধ্য-বামপন্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলেজান্দ্র গালিয়েরকে হারিয়ে সাবেক প্রেসিডেন্ট পিনেরা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন।
৯৮.৪৪ শতাংশ ব্যালট গণনায় দেখা গেছে, ৬৮ বছর বয়সী পিনেরা ৫৪.৫৭ শতাংশ ভোট পেয়েছেন। আর প্রতিদ্বন্দ্বী গালিয়ের ৪৫.৪৩ শতাংশ ভোট পান। নির্বাচনের আগে আরও কঠিন প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। মাসব্যাপী নির্বাচনী প্রচারণায় কর্পোরেট ট্যাক্স কাটছাঁট, দ্বিগুণ অর্থনৈতিক প্রবৃদ্ধি, শীর্ষ কপার উৎপাদনকারী দেশটির দারিদ্র দূরীকরণের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করেছেন পিনেরা।
ফল ঘোষণার পর সান্তিয়াগোর এক হোটেলে দেওয়া ভাষণে গালিয়ের তার ‘কঠিন পরাজয়’ মেনে নেওয়ার ঘোষণা দেন। সমর্থকদের তিনি ক্ষমতাসীন প্রেসিডেন্ট মিশেল বাশেলেতের দ্বিতীয় মেয়াদের নেওয়া উন্নয়ন কর্মকাণ্ড বজায় রাখার তাগিদ দেন। চিলির অনেক নাগরিক মনে করেন, এই নির্বাচন ছিল মিশেল বাশেলেতের নেওয়া নীতি অনুমোদনের গণভোট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকা নারী প্রেসিডেন্ট বাশেলেত শিক্ষার সুযোগ বাড়িয়ে সামাজিক বৈষম্য নিরসনের পথে ছিলেন। কর ব্যবস্থার সংস্কারেও পদক্ষেপ নিয়েছিলেন তিনি।
নির্বাচনে জয়ের খবর নিশ্চিত হওয়ার পর পিনেরার সমর্থকরা তার নির্বাচনী প্রচারণার সদর দফতরে উল্লাসে ফেটে পড়েন। গতকাল ভোট দেওয়ার পর সিবাস্তিয়ানি পিনেরা বলেন, ‘আমার প্রবল আশা, এই নির্বাচনের পর বিভক্তিকে পেছনে ফেলে আমরা ঐক্যের পথে ফিরতে পারব।’
৬৮ বছর বয়স্ক পিনেরার বাবা দেশটির সাবেক রাষ্ট্রদূত ছিলেন। বাবার কর্মসূত্রে বেলজিয়াম ও যুক্তরাষ্ট্রে কেটেছে তার ছেলেবেলা। ব্যবসা থেকে রাজনীতিতে আসা পিনেরা ইউনিভার্সিটি অব চিলিতে শিক্ষকতাও করেছেন। পরে ব্যবসায় যোগ দিয়ে বাংক অব তেলকার জেনারেল ম্যানেজার, চিলিভিশন নামের টেরিস্টোরিয়াল টেলিভিশন চ্যানেলের শতভাগ মালিকানা, ল্যান এয়ারলাইন্সের ২৭ শতাংশ শেয়ার, কোলো-কোলো ফুটবল ক্লাবের ১৩ শতাংশ শেয়ার ছাড়াও বিপুল সম্পত্তির মালিক হন। পরে তিনি রাজনীতিতে যোগ দিয়ে ২০১০ থেকে ১০১৪ পর্যন্ত মেয়াদে প্রথমবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।