সাম্প্রতিক সময়ের বন্যায় উওরবঙ্গের লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা ও বগুড়া জেলায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থ এসব জেলার প্রায় ১৪ হাজার পরিবারকে পুনর্বাসনে সহযোগিতা করবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের এক পত্রে এ তথ্য জানা গেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের যুগ্ন সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) এম খালিদ মাহমুদ স্বাক্ষরিত ঐ পত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ের বন্যায় উওরবঙ্গের লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা ও বগুড়া জেলায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ওই পাঁচ জেলায় ক্ষতিগ্রস্থ ১৩ হাজার ৯ শত ১০টি পরিবারকে পুনর্বাসনে সহয়তা প্রদান করবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে ঢেউটিন, ট্র্যাংক, স্কুল ব্যাগ, সসপেন, মশারি ও বিছানার চাদর দেয়া হবে। প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা মূল্যের পণ্য দেওয়া হবে। সে হিসেবে পাঁচ জেলায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে মোট ৩৪ কোটি ৭৭ লক্ষ ৫০ হাজার টাকার পণ্য বিতরণ করবে সংস্থাটি।
যার মধ্যে অন্তর্ভূক্ত রয়েছে লালমনিরহাট জেলায় ২ হাজার, নীলফামারী জেলায় ৩ হাজার ৬ শত ১০, কুড়িগ্রাম জেলায় ৫ হাজার, গাইবান্ধা জেলায় ২ হাজার ৫ শত ও বগুড়া জেলায় ৮ শত পরিবার।
লালমনিরহাট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাক সহকারি কমিশনার সুজা উদ দৌলা জানান, জেলা ও উপজেলা পর্যায়ে সমম্বয় করতে গত ৭ ডিসেম্বর একটি প্রাক-আলোচনা হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর তালিকা তৈরির কাজ চলছে। শীঘ্রই তাদের মাঝে এ সহয়তা পৌঁছে দেওয়া হবে।