ডিজিটাল পদ্ধতিতে আর্থিক লেনদেনের সুবিধার জন্য ‘ডাক টাকা’ নামে নতুন সেবা কার্যক্রম শুরু করেছে ডাক বিভাগ।সোমবার সচিবালয়ে তথ্য ও প্রযুক্তি বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ কার্যক্রম উদ্বোধন করে আশা প্রকাশ করেছেন, আর্থিক লেনদেনে এ ডিজিটাল পদ্ধতির ব্যবহার বাংলাদেশকে অনেকদূর এগিয়ে নেবে।
বিশ্বজুড়ে ডিজিটাল পদ্ধতিতে আর্থিক লেনদেনের জন্য নানা ধরনের পদ্ধতি চালু আছে। বাংলাদেশেও চলছে বিভিন্ন কার্যক্রম। এরই অংশ হিসেবে প্রায় অকার্যকর হতে যাওয়া ডাক বিভাগ এ ‘ডাকটাকা’ কার্যক্রম শুরু করলো।
উদ্যোক্তারা জানিয়েছেন, ডাকটাকা নামে ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে লেনদেন ও কেনাকাটাসহ সব ধরনের আর্থিক সেবা পাওয়া যাবে। মাত্র দু’টাকা জমা রেখে সরাসরি অ্যাপ বা ইন্টারনেটের মাধ্যমে এ অ্যাকাউন্ট খুলে যে কেউ ডাক টাকা সেবা পেতে পারবেন। পোস্ট অফিসগুলো এ সেবা পেতে সহযোগিতা করবে। ডাক বিভাগের সাথে ডিমানি সফটওয়্যার প্রতিষ্ঠান এ কার্যক্রম বাস্তবায়ন করবে। তিনমাসের মধ্যেই এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। সে সময় বিটিআরসির চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ এবং ডিমানির চেয়ারম্যান অঞ্জন চৌধুরী উপস্থিত ছিলেন।