সুশাসনের অভাব থাকায় এনআরবি কমার্শিয়াল ব্যাংকে কিছু অনিয়মের ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছেন ব্যাংকটির নতুন চেয়ারম্যান তমাল এস এম পারভেজ। বাংলাদেশ ব্যাংকের নীতিমালার কিছু ঘাটতিতে এমন হয়েছে জানিয়ে তিনি বলেন, এনআরবি ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের যে নীতিমালা করা হয়েছে তাতে কিছু ঘাটতি রয়েছে। আর সেই সুযোগেই এসব অনিয়ম হয়েছে। সোমবার ব্যাংকটির নতুন চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের পাঁচ সদস্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তমাল এস এম পারভেজ।
নতুন চেয়ারম্যান তমাল এস এম পারভেজ আরও বলেন, এনআরবি ব্যাংক করা হয়েছে প্রবাসীদের জন্য। কিন্তু দেখা গেছে, সোনালী ব্যাংকে যে নিয়ম ফলো করতো এনআরবির ক্ষেত্রেও একই। এনআরবি ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় কিছুটা অনিয়ম হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অনেক অনিয়ম সম্পকে বোর্ড জানতো না উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকটির বিষয়ে যেভাবে বলা হচ্ছে প্রকৃতপক্ষে সেরকম দুর্বল নয় ব্যাংকটি। নতুন পর্ষদ অবশ্যই সুসংবাদ দেবে। ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন যারা ব্যাংকটির নেতৃত্ব নিয়েছেন তারা সবাই বিদেশে প্রতিষ্ঠিত ছিলেন।
তিনি আরও বলেন, ব্যাংকের পুরো পুরো আর্থিক বিবরণী এখনও আমাদের কাছে আসেনি। আমরা সবকিছু জেনে আগামীতে জানাবো।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা এনআরবি কমার্শিয়াল ব্যাংকের বরখাস্ত হওয়া এমডি সর্ম্পকে বলেন, ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি বিধান ও বাংলাদেশ ব্যাংকের যে বিধি-বিধান রয়েছে তা লঙ্ঘন করেছেন। একই সঙ্গে আমানতকারীদের স্বার্থ বিরোধী কাজ করেছেন। এসব অপরাধের কারণে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা মোতাবেক তাকে অপসারণ করে এবং আগামী দুই বছর প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তিনি কোনো ব্যাংকে অংশগ্রহণ করতে পারবেন না। দীর্ঘ প্রক্রিয়া শেষে ৬ ডিসেম্বর ব্যাংকটির এমডি দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। পরদিন অপসারণাদেশ স্থগিত করেন হাইকোর্ট। এ বিষয়ে তিনি বলেন, হাইকোর্টের স্থগিতাদেশ বিষয়ে বাংলাদেশ ব্যাংক অবগত। এ বিষয়ে করণীয় কার্যক্রম পরে ঠিক করা হবে।
শুভঙ্কর সাহা বলেন, আজ এনআরবিসি ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংকে এসে ব্যাংকের এবং ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষা করে আইনি প্রক্রিয়ায় ব্যাংক পরিচালনা করবেন বলে জানিয়েছেন। তারা বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইনস আছে তা মেনে এনআরবিসি ব্যাংকের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে রোববার ব্যাংকটির পরিচালনা পর্ষদের জরুরি সভায় ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসাত আলী পদত্যাগ করেন। নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন তমাল এস এম পারভেজ। সভায় বাধ্যতামূলক তিন মাসের ছুটিতে পাঠানো হয় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবুর রহমানকে। পরিচালনা পর্ষদের অন্যান্য কমিটির প্রধানরাও পদত্যাগ করেন।
সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে তৌফিক রহমান চৌধুরী পদত্যাগ করলে ওই পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শহীদ ইসলাম। নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবু বকর চৌধুরী। ওই পদে ছিলেন মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। নুরুন নবী অডিট কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করায় সেখানে রফিকুল ইসলাম মিয়া আরজুকে নির্বাচিত করা হয়।
এছাড়া রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে আদনান ইমামকে। ওই পদে ছিলেন সৈয়দ মুন্সেফ আলী। আর এমডি দেওয়ান মুজিবুর রহমানের ছুটি কার্যকর হলে সেখানে ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী মো. তালহা।