স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম লক্ষীপুরে অবসরপ্রাপ্ত একজন সিভিল সিভিল সার্জনকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদন্ড দেয়ার প্রসঙ্গে বলেন, লক্ষীপুরের প্রশাসনের একজন কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত একজন সিভিল সার্জনের সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যা দুঃখ জনক। সামান্য ঘটনাকে কেন্দ্র করে তাৎক্ষণিকভাবে দেশের একজন অভিজ্ঞ চিকিৎসক যিনি অবসরপ্রাপ্ত একজন সিভিল সার্জন, তাকে কারাদন্ড দেয়াটি সঠিক বা সমীচীন হয়নি। এতে চিকিৎসকদের মাঝে প্রতিক্রিয়া হয়েছে। ওই চিকিৎসককে দ্রুত ছেড়ে দেওয়ার জন্য আমি আইন মন্ত্রীকে অনুরোধ করেছি। আমি আশা করছি আজ তাকে ছেড়ে দেয়া হবে এবং এ ঘটনার পরিসমাপ্তি ঘটবে। তবে এ ধরনের ঘটনা না হওয়াই ভাল।
তিনি আরো বলেন, সামান্য ঘটনাকে কেন্দ্র করে যদি তাৎক্ষণিকভাবে কারাদন্ড দেয়া হয় তাহলে প্রতিক্রিয়া হবে। প্রশাসনেও আমাদের কর্মকর্তা, চিকিৎসকরাও আমাদের কর্মকর্তা। তারা সবাই জনগণের সেবা দিচ্ছে। তাই আমার মনে হয় এ ধরণের ঘটনা পুনরাবৃত্তি হওয়া উচিত নয়।
মন্ত্রী মঙ্গলবার দুপুরে গাজীপুরের তেতুইবাড়িতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে ফ্রি বার্ন ও প্লাস্টিক এন্ড নিউরো সার্জারী ইউনিট ও ক্যাম্পের সমাপনী অনুষ্ঠাণে এসব কথা বলেন।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের মমতা নিয়ে আন্তরিকতার সঙ্গে প্রতিদিনই দেশের পীড়িত সাধারণ মানুষ ও দরিদ্র জনগোষ্ঠির জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করছেন। তার এ উদ্্েযাগের কারণেই গাজীপুরের তেতুইবাড়িতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এ হাসপাতালে শীঘ্রই স্থায়ীভাবে বার্ন ও প্লাস্টিক সার্জারী ইউনিট স্থাপন করা হবে। যেখানে দরিদ্র মানুষদের বিনামূল্যে ও স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে।
সমাপনী অনুষ্ঠাণে অন্যান্যের মধ্যে মালয়েশিয়া হাই কমিশনের পরামর্শদাতা ইধাম জুহরি মোঃ ইউনুস, গাজীপুরের সিভিল সার্জন অধ্যাপক ডাঃ সৈয়দ মঞ্জুরুল হকসহ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের সিইও জায়তুন বিনতি সুলাইমান, মেডিকেল ডিরেক্টর ডাঃ রাজীব হাসান ও বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিসের আবুল হাসান জানান, বঙ্গমাতার নামে স্থাপিত এ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক এন্ড রিকন্সট্রাস্টিভ সার্জারী ক্যাম্পে গত ২৫ নবেম্বর হতে ৪ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। ১০দিন ব্যাপী এ ক্যাম্পে বর্হিবিভাগে ৮০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয় এবং ৩৪ জনকে বিনামূল্যে সার্জারী করা হয়েছে। জার্মানি, হাঙ্গেরি, নেদারল্যান্ডের বিশেষজ্ঞসহ বাংলাদেশের শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট অফ বার্ন এন্ড প্লস্টিক সার্জারীর প্রধান সমন্বয়কারী ডাঃ সামন্ত লাল সেন, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন এন্ড প্লস্টিক সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ আবুল কালাম ও আবাসিক চিকিৎসক ডাঃ হোসাইন ইমামসহ শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট অফ বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের স্বনামধন্য চিকিৎসকগণ এ ক্যাম্পে চিকিৎসা সেবা দেন। ফ্রি ক্যাম্প চলাকালীন সময় সার্জারীর পাশাপাশি তারা বার্ন ও প্লাস্টিক এন্ড রিকন্সট্রাস্টিভ সার্জারী রোগীও দেখেন এবং পরামর্শ দেন। পরবর্তীতে রোগীরা এই হাসপাতাল এর বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে ও বার্ন ও প্লাস্টিক সার্জারীর উন্নত সেবা নিতে পারবেন। বঙ্গমাতার নামের প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারী ইউনিট স্থাপন এর মূল উদ্দেশ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।