দুর্নীতির মামলায় খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় সচিবালয় এলাকায় গাড়ি ভাংচুর ও সড়কে অগ্নিসংযোগের পর বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল ইসলামসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার বিকাল ৩টার দিকে শিক্ষা ভবন ও খাদ্য ভবনের সামনে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর হয় এবং ভাংচুরকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।খালেদা জিয়ার জন্য জড়ো হওয়া বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছিল বলে পুলিশের দাবি।অন্যদিকে বিএনপি নেতারা বলছেন, পুলিশ বিনা উস্কানিতে তাদের নেতা-কর্মীদের উপর হামলা চালিয়েছিল।
রাজধানীর সচিবালয়ের পাশের আবদুল গণি সড়ক ও বঙ্গবাজারের সামনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কর্মীরা শতাধিক গাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় এক ট্রাফিক সার্জেন্টের একটি মোটর সাইকেলও পুড়িয়ে দেয় তারা। মঙ্গলবার পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (রমনা) মারুফ হোসেন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।এসময় কমপক্ষে কয়েকজনকে আটক করেছে পুলিশ।উপ কমিশনার মারুফ হোসেন জানান, মঙ্গলবার দুপুরে সচিবালয়ের সামনে দুর্বৃত্তরা কিছু গাড়ি ভাঙচুর করেছে। এসময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মসমর্পণের জন্য আজ মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে উপস্থিত হন। এসময় আদালত চত্বরে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন আদালত থেকে ফেরার পর নেতা-কর্মীরাও ফিরতে থাকে। তাদের একটি দল জিরো পয়েন্ট ধরে আবদুল গণি সড়কে আসার সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। এর পরেই এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সচিবালয়ের সামন দিয়ে বিএনপি কর্মীরা শিক্ষা ভবনের দিকের রাস্তায় আসার পথে হঠাৎ করে পুলিশ তাদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে একদল বঙ্গবাজারের দিকে ও অপরদল উল্টো ঘুরে জিরো পয়েন্টের দিকে পালিয়ে যায়। যাওয়ার পথে তারা ‘ভাঙ গাড়ি’ বলে চিৎকার করতে করতে পথ চলতি ও রাস্তার পাশে পার্ক করে রাখা সরকারি বেসরকারি শতাধিক গাড়ি ভাঙচুর করে। এসব গাড়ির সামনের ও পেছনের কাচগুলো ভাঙচুর করেছে তারা। এছাড়াও বঙ্গবাজার এলাকায় একটি মোটরসাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তারা।ঘটনাস্থল ঘুরে জানা গেছে, এসময় ভাঙচুর ছাড়াও একটি সরকারি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এটি পুলিশ সার্জেন্ট মেহেদির। তিনি বলেন, বঙ্গবাজার মোড়ে দায়িত্বরত অবস্থায় ছিলাম। হঠাৎ দেখি হাইকোর্ট মোড় থেকে কয়েকশ’ লোক ইট-পাটকেল নিক্ষেপ করতে করতে এদিকে আসছে। তারা রাস্তায় চলন্ত গাড়ি ভাঙচুর করছিল।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রকৌশলী আনিস খানের গাড়িচালক আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি গাড়ির চালকের আসনে ছিলাম। হঠাৎ কয়েকশ’ লোক রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছিল আর “গাড়ি ভাঙ, ভাঙ গাড়ি বলে চিৎকার করছিল। একইসঙ্গে তারা ইট-পাটকেল দিয়ে গাড়ির গ্লাস ভাঙচুর করতে করতে যাচ্ছিল। এক তরুণ আমার গাড়ির দরজায়ও লাথি দেয়। মৌলভীবাজার পৌরসভা মেয়রের গাড়িচালক মো. সালাম বলেন, ‘মেয়র সাহেব সচিবালয়ে বৈঠক করতে গিয়েছিলেন। আমি খাদ্য ভবনের সামনের রাস্তায় গাড়ি পার্ক করেছিলাম। কিছু বুঝে ওঠার আগেই একদল লোক এসে গাড়ির কাচগুলো ভেঙে দিয়ে গেলো।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অতিরিক্ত পরিচালক নাসিরুল আহম্মেদের গাড়িচালক সালাম বলেন, দুর্বৃত্তরা সামনে যেসব গাড়ি পেয়েছে প্রায় প্রতিটিরই কাচ ভেঙে দিয়ে গেছে। এমনকি রাস্তায় চলন্ত গাড়ির পেছনেও ইট-পাটকেল ছুঁড়ে মেরেছে। এ সময় অন্তত শতাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে।পল্লী বিদ্যুতের প্রকৌশলী সরকার আজমের গাড়িচালক আমির হোসেন বলেন, গাড়িটি পার্ক করে খেতে গিয়েছিলাম। হঠাৎ শুনি আমাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে। দৌড়ে গাড়ির কাছে এসে দেখি, দুর্বৃত্তরা গাড়ির পেছনের কাচ ভেঙে দিয়ে গেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষাভবন থেকে সচিবালয় পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরের গাড়ি পার্কিং করা থাকে। দুর্বৃত্তরা সেগুলোই বেশি ভেঙেছে।