অবশেষে নওগাঁর প্রভাবশালী আলোচিত প্রধান শিক্ষীকার বরখাস্ত

নওগাঁর রাণীনগর উপজেলার চকমনু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রভাবশালী প্রধান শিক্ষক স্বপ্না রানী সাহাকে অবশেষ সাময়িক বরখাস্ত করা হয়েছে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয়ের নির্দেশ মোতাবেক রাজশাহী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো: আবুল খায়েরের স্বাক্ষর করা এক চিঠির মাধ্যমে শিক্ষক স্বপ্না রানী সাহাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে বলে উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মজনুর রহমান স্বপ্না রানী সাহার এই সাময়িক বরখাস্তের কথা নিশ্চিত করে বলেন, সোমবার বিকেলে উর্দ্ধতন কর্তৃপক্ষের পাঠানো এক চিঠির মাধ্যমে জানতে পারি যে, প্রধান শিক্ষক স্বপ্না রাণী সাহাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।তিনি আরো জানান মঙ্গলবার সকালে সেই চিঠি শিক্ষক স্বপ্না রাণী সাহার হাতে হস্তান্তর করা হয়েছে এবং ওই বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক জেকের আলীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের দায়িত্ব প্রদান করা হয়েছে।উলেখ্য, প্রধান শিক্ষক স্বপ্না রানী সাহার বিরুদ্ধে মিথ্যে ঠিকানা ব্যবহার করে প্রায় ৭বছর যাবত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে চাকরী করা, এই স্কুলে যোগদানের পর বিদ্যালয়ের সংরক্ষিত পুরাতন সরকারী বই-খাতা বিক্রি, ভাইসহ ভাড়াটিয়া মাস্তান বিদ্যালয়ে নিয়ে এসে সহকারী শিক্ষকদের হুমকি-ধামকি প্রদান, শিক্ষার্থীদের সাথে অশোভনীয় আচরণ, কারণে-অকারনে শিক্ষার্থীদের মারপিট করা, ক্লাস চলাকালীন সময়ে বাহিরে এসে ঘন্টার পর ঘন্টা মুঠোফনে কথা বলাসহ শত শত অভিযোগ এনে স্থানীয় অভিভাকরা গত ৯ আগষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।এই অভিযোগের ভিত্তিতে একাধিকবার বিভাগীয় তদন্ত করা হয়।