‘জয় বাংলা’ কেন জাতীয় স্লোগান নয়, রুল

0
0

‘জয় বাংলা’কে কেন জাতীয় স্লোগান বলে গণ্য করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এই রুল জারি করেন। রুলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমদের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই রুল জারি করেন। রুলে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও শিক্ষা সচিবকে জবাব দিতে বলা হয়েছে। রিটে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় ‘জয় বাংলা’ স্লোগান বাঙালিকে উজ্জীবিত করেছে। এই স্লোগানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে স্বাধীনতার পথে নিয়ে যান।