‘স্বাস্থ্য আমার অধিকার’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে আজ দুপুরে সিভিল সার্জন অফিস চত্তর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডা: কানিজ হোসেন জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: আইয়ুব আলী, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাদ হোসেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী কনসালটেন্ট ডা: আলাউদ্দিন। এছাড়াও সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ওয়াহেদুল ইসলাম, ডা: আরিফ আহমেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ। আলোচনা সভায় বক্তারা, এইডস রোগ প্রতিরোগে সকলকে বেশী বেশী সচেতন হবার আহবান জানান।