সরকার চাইলে আগাম নির্বাচনে প্রস্তুত কমিশন:সিইসি

আগাম নির্বাচনের জন্য একটি দলের সাধারণ সম্পাদক তার নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলেছেন। নির্বাচন কমিশন কি আগাম নির্বাচনের জন্য প্রস্তুত? সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সাংবাদিকদের বলেন, আগাম নির্বাচনের সিদ্ধান্ত নিবে সরকার। নির্বাচনের জন্য আমরা ৯০দিন সময় পাবো। সরকার আগাম নির্বাচনের কথা বললে আমরা করতে পারবো, আমাদের সেই প্রস্তুতি রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনের তিনি এসব মন্তব্য করেন। আগাম নির্বাচনের জন্য ইসি প্রস্তুত কি না- এই প্রশ্নে সিইসি বলেন, “আগাম নির্বাচন করার সিদ্ধান্ত নেয় সরকার। ভোট করার জন্য আমাদের হাতে ৯০ দিন সময় থাকে। সরকার আগাম নির্বাচনের কথা বললে আমরাও তা পারব।
আগামী বছরের শেষ দিকে একাদশ সংসদ নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধ্যকতা রয়েছে। ওই সময় ধরে রোডম্যাপও ঘোষণা করেছে বর্তমান ইসি।বিএনপি নেতাদের অনেকে আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। সরকারের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও বিভিন্ন সময়ে আগাম নির্বাচনের প্রস্তুতি রাখতে তার দলের নেতা-কর্মীদের আহ্বান জানান।তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বলে আসছেন, নির্ধারিত সময়েই নির্বাচন হবে।বুধবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসিয়ে স্টিয়েরিংয়ের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে আলোচনার পর সিইসির সঙ্গে কথা হয় সাংবাদিকদের।ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠকের পর নূরুল হুদা সাংবাদিকদের বলেন, “ইইউর পূর্ণ আস্থা রয়েছে আমাদের উপর। আমরাও আশ্বস্ত করেছি, ভোটের সুস্থ পরিবেশ বজায় থাকবে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরাও বদ্ধপরিকর।বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের বর্জনের মধ্যে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। তারা সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা জানিয়ে আসছে।ইইউ প্রতিনিধি দল ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের বিষয়টিও তোলেন আলোচনায়।একাদশ নির্বাচনে ইভিএম ব্যবহার করা সম্ভব হবে না বলে তাদের জানানো হয়েছে,বলেন সিইসি।
প্রবাসী ভোটারদের ভোটদান প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি জটিল প্রক্রিয়া। আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটদানের চেষ্টা করেছিলাম। তাদের সাড়া পাওয়া যায়নি। তবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে হলে সম্ভব। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে আমরা বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবো। ইইউ প্রতিনিধিরা নির্বাচনের যে পরিবেশ রয়েছে তা নিয়ে সন্তুষ্ট। একটা ভালো নির্বাচনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এ কথা তাদের জানিয়েছি। ঢাকায় ইইউ নবনিযুক্ত রাষ্ট্রদূত রেনজে টিরিংক সাংবাদিকদের বলেন, বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট। আশা করি একটা ভালো নির্বাচনের জন্য কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।