লিলি ও হ্যাডলিকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ড গড়লেন অশ্বিন

0
0

শ্রীলঙ্কাকে ইনিংস ও ২৩৯ রানে নাগপুর টেস্টে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ফলে এগিয়ে গেছে ভারত। আর দ্বিতীয় টেস্টে ভারতের এই জয়ের সঙ্গে নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন।বিশ্বের প্রথম বোলার হিসেবে টেস্টে দ্রুততম ৩০০ উইকেটের মাইলস্টোন ছুঁলেন ভারতীয় এই অফ-স্পিনার। মাত্র ৫৪টি টেস্টে মাইলস্টোন ছুঁয়ে টপকে গেলেন অজি কিংবদন্তি ডেনিস লিলিকে।

শ্রীলঙ্কা ইনিংসের শেষ উইকেটটি তুলে নিয়ে তিনশ’র মাইলস্টোনে পৌঁছন অশ্বিন। সেই সঙ্গে পঞ্চম ভারতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে তিন’শ উইকেটের মাইলস্টোন ছুঁলেন টিম ইন্ডিয়ার অফ-স্পিনার। অশ্বিনের আগে রয়েছেন অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪), হরভজিন সিং (৪১৭) এবং জাহির খান (৩১১)।

বল হাতে তিন’শ উইকেটের মাইলস্টোনে লিলিকে টপকে যাওয়ার পাশাপাশি অল-রাউন্ডার হিসেবে ২০০০ রান এবং ৩০০ উইকেটে নেওয়ার ক্ষেত্রে আরও এক কিংবদন্তি রিচার্ড হ্যাডলিকেও টপকে নজির গড়লেন অশ্বিন।