সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান নাবালক এবং দুর্বল মানসিকতার

0
0

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নাবালক এবং দুর্বল মানসিকতার বলে অভিহিত করেছ ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে মধ্যপ্রাচ্যের নতুন হিটলার বলে আখ্যা দেয়ার জবাবে এমন মন্তব্য করলো তেহরান। আঞ্চলিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সৌদি ও ইরানের মধ্যে তিক্ততা এবং উত্তেজনা ক্রমশ বাড়াই মধ্যেই বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে খামেনিকে হিটলার আখ্যা দেন সৌদি যুবরাজ। ইরানকে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

তার বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার সৌদি যুবরাজের বক্তব্যকে ভিত্তিহীন উল্লেখ করে তাকে নাবালক বলা হয়। এতে আরও বলা হয়, আঞ্চলিক স্বৈরশাসক হিসেবে পরিচিতি পাওয়ার পথ অবলম্বন করার সিদ্ধান্ত নিয়েছেন সালমান। এর আগে সৌদি আরব ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে এবং আঞ্চলিক বিভিন্ন যুদ্ধে দু’দেশের অবস্থানও বিপরীতমুখী।