এ বছরও ‘ম্যান অব দ্য ইয়ার’ হচ্ছেন ট্রাম্প!

0
0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, টাইম ম্যাগাজিন নাকি গতবারের মত এবারও তাকে ‘ম্যান অব দ্য ইয়ার’ (বছরের সেরা ব্যক্তিত্ব) ঘোষনা করতে চেয়েছে। তবে তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন,‘টাইম ম্যাগাজিন আমাকে জানিয়েছে, গতবারের মত এবারও আমিই ‘ম্যান অব দ্য ইয়ার’ হচ্ছি। এজন্য ওরা আমাকে সাক্ষাৎকার ও ফটোশুটে অংশ নেয়ার কথাও বলেছিল। কিন্তু আমি ওদের না করে দিয়েছি।’

শুধু এবার নয়, গতবছর থেকেই ‘ম্যান অব দ্য ইয়ার’ নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন ট্রাম্প। আর মজার কথা হচ্ছে টাইমস বছর শেষে যে ঘোষণাটি দেয় সেটি ‘পারসন অব দ্য ইয়ার’। ‘ম্যান অব দ্য ইয়ার’ নয়। কিন্তু ট্রাম্প এটা কিছুতেই মানতে রাজি নন। এমনকি গতবছর আইওয়াতে এক সমাবেশে তিনি বলেন, ‘পারসন নয়, তাদের (টাইমস কর্তৃপক্ষ) এটিকে‘ম্যান অব দ্য ইয়ার’হিসেবেই উল্লেখ করা উচিত। পার্সন শব্দটা ভুল এবং তাদের এটি সংশোধন করে ম্যান করা উচিত।’

১৯২৮ সালে প্রথমবারের মত ‘ম্যান অব দ্য ইয়ার’ঘোষণা করেছিল টাইমস। এর প্রায় এক দশক পর তারা ‘উইমেন অব দ্য ইয়ার’ঘোষনা করে। পরে লিঙ্গ বিভাজন এড়াতে ১৯৯৯ সাল থেকে বছরের আলোচিত ব্যক্তিত্বকে ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে সম্মানিত করে আসছে টাইমস।