পুষ্টিবিদদের নিয়ে অনুষ্ঠিত হল – ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা প্রস্তুত বিষয়ক কর্মশালা

0
0

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে সিমুড ও মেডস্কু্ল এর আয়োজনে এবং ইয়থ ক্লাব অফ বাংলাদেশ এর সহযোগিতায় ১৭ই নভেম্বের ২০১৭ তে অনুষ্ঠিত হল ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা প্রস্তুত বিষয়ক এক কর্মশালা। কর্মশালায় বক্তারা ডায়াবেটিসে রোগের ভয়াবহতা রক্ষার উপায় হিসাবে রোগীদের খাদ্য তালিকা প্রস্তুত প্রনালির উপর হাতে কলমে শিক্ষা দেন। কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৫ জন পুষ্টিবিদ উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা ছিলেন ডা. এম. রহমান রাজীব ডায়াবেটোলজিস্ট, ডায়াবেটিক হসপিটাল, খিলগাঁও, ডা. ফারিয়া আফসানা সহকারি অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি, বারডেম জেনারেল হাসপাতাল,শামসুন্নাহার নাহিদ,প্রিন্সিপাল নিউট্রিশনিস্ট ও বিভাগীয় প্রধান, পুষ্টি বিভাগ বারডেম জেনারেল হাসপাতাল,তামান্না চৌধুরী,প্রিন্সিপাল ডায়েটিশিয়ান ও বিভাগীয় প্রধান, ডায়টেটিক্স বিভাগ এপোলো হসপিটাল ঢাকা। এছাড়াও উপস্থিত ছিলেন , সিমুড এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ জাহিদুর রাশিদ সুমন এবং ইয়ূথ ক্লাব অব বাংলাদেশ এর সভাপতি আরিফিন রাহমান হিমেল। কর্মশালা শেষে পুষ্টিবিদদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।