আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে এক ডজনেরও বেশি তল্লাশি চৌকিতে তালেবানের ধারাবাহিক হামলায় ২২ পুলিশ সদস্য নিহত হয়েছেন।ছয় ঘন্টারও বেশি সময় ধরে চালানো এসব হামলায় আরও ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছে পুলিশ, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সোমবার দিবাগত রাতজুড়ে চালানো এসব হামলার সময় সরকারি বাহিনী ৪৫ জন বিদ্রোহীকে হত্যা ও ৩৫ জনকে আহত করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিদ্রোহীরা পুলিশের ওই তল্লাশি চৌকিগুলোর একটিরও দখল নিতে পারেনি বলে জানিয়েছেন তারা।কান্দাহারের পুলিশ প্রধানের মুখপাত্র জিয়া দুরারানি বলেছেন, অতিরিক্ত সৈন্য ও বিমান হামলার সমর্থন না পৌঁছানো পর্যন্ত প্রতিরোধ করে যায় আমাদের বাহিনী।তালেবান হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাংবাদিকদের জানিয়েছে, পুলিশ ও একটি বেসামরিক বাহিনীর ৪৩ জনকে হত্যা করেছে তারা এবং ১৩টি সাঁজোয়া যান ধ্বংস করেছে। তবে বিদ্রোহীরা প্রায়ই প্রতিপক্ষের হতাহতের সংখ্যা বাড়িয়ে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।