যশোরে চারটি বাঘের বাচ্চাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

0
0

সকালে, চাঁচড়া চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা পুলিশ সুপার জানান, সন্দেহ হওয়ায় প্রাইভেট কারে তল্লাশি চালায় পুলিশ। এসময়, গাড়ির ভেতর থেকে বাঘের বাচ্চাসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নরসিংদীর পলাশ গ্রামের কামরুজ্জামান বাবু ও বগুড়ার আদমদিঘীর রানা মিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক পাচারকারী চক্রের দুই সদস্য জানান, রাজধানীর উত্তরা থেকে বাঘের বাচ্চাগুলো নিয়ে বেনাপোল যাচ্ছিলেন তারা।

একটি প্রাডো জিপে (ঢাকা মেট্রো ঘ ১৩-২৭৯০) তল্লাশি চালিয়ে বাঘের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।

যশোর জেলার পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান তাঁর কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, রাজধানীর উত্তরা এলাকা থেকে বাঘের বাচ্চাগুলো আনা হয়। জিপের ভেতর কাঠের দুটি বাক্সে করে চালানটি সীমান্তবর্তী শার্শা উপজেলার এক ব্যক্তির বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ছিল। বাঘের বাচ্চাগুলো কোন প্রজাতির, তা জানতে জেলা বন কর্মকর্তাকে খবর দেওয়া হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধের আইনি ব্যবস্থা নেওয়া হবে।