সৌদি ছাড়লেই প্রাণ হারাতে পারেন ইয়েমেনি প্রেসিডেন্ট

এবার ইয়েমেনের আরেক কর্মকর্তা দাবি করেছেন, সৌদি আরব ছেড়ে গৃহযুদ্ধ বিধ্বস্ত স্বদেশে ফিরতে চাইলে প্রাণ হারাতে পারেন ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদী। ক’দিন আগে দেশটিরই কয়েকজন কর্মকর্তা বলেছিলেন, হাদীকে ‘গৃহবন্দি দশায়’ রেখেছে রিয়াদ কর্তৃপক্ষ। ওই কর্মকর্তা এমন অভিযোগও উড়িয়ে দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে কথা বলছিলেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা ৭২ বছর বয়সী প্রেসিডেন্ট হাদীকে তার অনুগত প্রশাসনের কথিত দখলে থাকা উপকূলীয় শহর অ্যাডেনে যেতেও বারণ করেন।

গত সপ্তাহে হাদী সরকারেরই কয়েকজন কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট হাদী তার ছেলে, কয়েকজন মন্ত্রী-সামরিক কর্মকর্তাসহ সৌদি আরবে ‘গৃহবন্দি দশা’য় রয়েছেন। স্বদেশে ফিরতে চাইলেও পাসপোর্ট কেড়ে নিয়ে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের।এই অভিযোগকে পুরোপুরি মিথ্যা আখ্যা দিয়ে ওই কর্মকর্তা আল জাজিরাকে বলেন, ‘হাদী গৃহবন্দি রয়েছেন বলে যে অভিযোগ করা হয়েছে, তা নির্ভেজাল জঞ্জাল। হাদী যে কোনো সময় যে কোথাও যেতে পারেন। এমনকি তিনি বিদেশেও যেতে পারেন। কিন্তু আমি যেটা বুঝি, দেশে ফেরাটা হবে হাদীর জীবনের জন্য সত্যিকারের ঝুঁকির। আরব বসন্তের জেরে রাজনৈতিক সমীকরণের পরিণতিতে ইয়েমেনে ২০১৫ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে বেশিরভাগ সময় ধরেই সৌদির রাজধানী রিয়াদে থাকছেন হাদী। শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের সশস্ত্র অভ্যুত্থানে দেশ ছেড়ে রিয়াদে চলে যান ২০১২ সাল থেকে দায়িত্বরত সুন্নিপন্থি এ রাজনীতিক। ওই কর্মকর্তা মনে করেন সৌদি কর্তৃপক্ষও হাদীর জীবন নিয়ে শঙ্কিত। তিনি বলেন, ‘এখানে এমন বাহিনী রয়েছে যারা হাদীকে টার্গেট হিসেবে দেখতে চায়। সেজন্য সৌদি কর্তৃপক্ষ মনে করে না, স্বদেশে ফেরাটা তার জন্য সঠিক সিদ্ধান্ত। সেজন্যই তাকে বলা হয়েছে, যেন নিরাপত্ত পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ইয়েমেনি প্রেসিডেন্ট রিয়াদেই থাকেন।